ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
দীর্ঘদিন ধরে গণি পরিবার কংগ্রেসের সঙ্গে যুক্ত আছেন । আর তাঁরা মানুষের সমর্থন পেয়ে যাচ্ছেন বছরের পর বছর ধরে । আসলে মালদাতে গণি খান চৌধুরি আর কংগ্রেস পরস্পরের পরিপূরক । এর আগে গনি খানের এক ভাই তৃণমূলে যোগ দিয়েছিলেন । কিন্ত সেখানে গিয়ে বিশেষ সুবিধা করতে পারেননি । এমনকি মালদা রাজনীতিতে গণি খানের ঘনিষ্ঠ বলে পরিচিত সাবিত্রী মিত্র কিংবা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি ও তৃণমূলে গিয়ে তেমন কোনো সুবিধা করতে পারেননি। তাদের রাজনীতি গ্রাফ ক্রমশ নিম্নমুখী।
সুতরাং মালদা জেলার কংগ্রেস কর্মীরা দলবদলকে মেনে নিতে পারছে না । তবু দলবদল চলছে । আজ তৃণমূলে যোগ দিলেন মালদা উত্তরের সাংসদ মৌসম বেনজির নূর৷
বিশেষ সূত্রে জানা গেছে ,নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করেন ৷ ভোটের আগে কংগ্রেসে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগ দিলেন মৌসম নূর৷ মুখ্যমন্ত্রী এবং শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।তার যোগদানের গল্পটা বহুদিন থেকেই শোনা যাচ্ছিল । কিন্ত প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব সোমেন মিত্র নেওয়ার পর তিনি কথা দিয়েছিলেন , সোমেন মামা আমি দল ছাড়ব না । কংগ্রেসই আমার শেষ সিদ্ধান্ত । তারপরও একজন সাংসদ এভাবে ভোটের মুখে দলত্যাগ করতে পারেন তাতে খানিকটা বিস্মিত প্রদেশ নেতৃত্ব । জানা গেছে ,যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৌসমকে আগামী লোকসভায় চারটি জেলায় প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে৷আসন্ন লোকসভা নির্বাচনে তিনি কি মালদহ উত্তর থেকেই ভোটে দাঁড়াবেন ? এই প্রশ্নের উত্তরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, মৌসম এই মুহূর্তে সাংসদ রয়েছেন, পরে বিবেচনা করা হবে তিনি কোথা থেকে দাঁড়াবেন ৷ এর আগেও তার যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল ৷ লোকসভায় বামেদের সঙ্গে কংগ্রেসের জোটের প্রশ্নে বিরোধিতা করেন মৌসম৷ তিনি বলেন, বামেদের সঙ্গে নয় তৃণমূলের সঙ্গে জোট করলেই কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করা যাবে ৷ লাভ হবে নির্বাচনী ফলাফলের ক্ষেত্রেও ৷