জামিতুল ইসলাম, সংগ্রামপুর:
আমরা গুটিকয়েক মানুষ ভালো আছি, সেটা সব নয়।আমাদের চারপাশে যারা ভালো নেই তাদের দিকে হাত বাড়িয়ে দিতে হবে।একা একা ভালো থাকবো তা নয়।আমাদের চার পাস কে ভালো রাখব এই চেষ্টা করতে হবে।
এই দৃঢ় সংকল্প নিয়েই তৈরি চিলড্রেনস কর্নার ট্রাস্টের। আর সেই লক্ষেই চিলড্রেন্স কর্নার ট্রাস্ট বিনা খরচে শত শত বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তুলছে সেলাই মেশিনের কাজ, কম্পিউটার প্রশিক্ষণ ও স্পোকেন ইংলিশ কোর্সের মাধ্যমে। অসহায় দুঃস্থ ছাত্র ছাত্রীদের পঠন পাঠনের ব্যবস্থা।পাশাপাশি এলাকার সামাজিক উন্নতির লক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের জন্য পুষ্টিকর খাদ্য,সকলের মেলবন্ধনে রাখি উৎসব ও বিভিন্ন সচেতনতা মূলক ক্যাম্প ।এ সবে চিলড্রেন্স কর্নার ট্রাস্ট কার্যত এলাবাসীর নজর কেড়েছে। সম্প্রতি সংগ্রামপুরে চিলড্রেন্স কর্নার ট্রাস্টের পরিচালনায় প্রজাতন্ত্র দিবস পালন ও কৃতীদের সংবর্ধনা সভা আয়োজিত হয়।অনুষ্ঠানে সপ্তগ্রাম এলাকায় যারা পড়াশোনা করে নিজেদের মেলে ধরতে পেরেছে চিকিৎসক, ইঞ্জিনিয়ার, শিক্ষক তাদের এদিন সংবর্ধনা দেওয়া হয়।এদিন অনুষ্ঠানের সূচনা করেন সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা প্রতি মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষা প্রসারে চিলড্রেন্স কর্নার যে ভাবে কাজ করে চলেছে তা এই জেলায় নজির সৃষ্টি করবে।তিনি বলেন পিছিয়ে পড়া সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যেতে গেলে একমাত্র উপায় শিক্ষা অর্জন করা। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্য উপস্থিত ছিলেন, লিভ এন্ড লেট লিভ এর কর্ণধার ও ভারত গৌরব উপাধী প্রাপক মোহাম্মদ বাপী জিন্নাত, রায়দিঘি কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক জাহান আলী, কবি ও সাহিত্যিক আবুল বাসার হালদার, সুতিন গোলদার, হিউম্যান রাইটস জার্নালিস্ট এসোসিয়েশনের স্টেট প্রেসিডেন্ট এস গাজী প্রমূখ।