Breaking
23 Dec 2024, Mon

আজ ভুবনেশ্বর আদালতে শ্রীকান্ত

বঙ্গনিউজ ডেস্ক

রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার চিত্র প্রযোজক শ্রীকান্ত মোহতাকে ভুবনেশ্বর নিয়ে যাওয়ার প্রস্তুতি সিবিআই আধিকারিকদের। ১২টা ২০-র এআই ৭৯১ বিমানে কলকাতা থেকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হবে তাঁকে। শ্রীকান্ত মোহতার সহ থাকবেন ৩জন। রোজভ্যালিকাণ্ডে ২৫ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হন তৃণমূল ঘনিষ্ঠ এই প্রযোজক। ঝাঁ চকচকে জীবনযাত্রা থেকে এক রাতে আমআদমি। বৃহস্পতিবার রাতে পরিবারের তরফে আনা খাবার দেওয়া হয়নি তাঁকে। উলটে সিজিও কমপ্লেক্সে আলু পটলের তরকারির সঙ্গে রুটি খান শ্রীকান্ত। শুধু উচ্চ রক্তচাপের ওষুধ তাঁর সঙ্গে রাখতে দেওয়া হয়। সিবিআই সূত্রে খবর, বেশি রাত পর্যন্তই জেরা করা হয় তাঁকে। শুক্রবার সকালে চা, পাউরুটি টোস্ট ও ঘুগনি খান তিনি। সকালেও একপ্রস্থ জেরা করা হয় এসভিএফ কর্ণধারকে। এদিনই শ্রীকান্তকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হচ্ছে। বেলা ১২টা ২০-র বিমানে তাঁকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হচ্ছে। শুক্রবারই তাঁকে ভুবনেশ্বর আদালতে তোলা হবে।

Developed by