Breaking
23 Dec 2024, Mon

পর্যটন শিল্পে নয়া দিগন্তের সূচনা, ভারতে এল সাত তাঁরা জাহাজ

বঙ্গনিউজ ডেস্ক

ভারতের পর্যটন ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা। এই প্রথম সাত তাঁরা বিলাসবহুল জাহজ নোঙর করল ভারত ভূখণ্ডে। বিশাখাপত্তনম পোর্টে নোঙর করেছে ‘সিলভার ডিসকভার’। প্রায় শতাধিক ইউরোপ ও আমেরিকান পর্যটকদের নিয়ে ভারতে এসেছে জাহজটি। সরাসরি শ্রীলঙ্কা থেকে চেন্নাই উপকূল ঘুরে বিশাখাপত্তনমে এসেছে। বিখ্যাত রাশিয়ান ‘শিপিং সংস্থা’ ‘সিলভার সি ক্রুজেসে’র জাহজ এটি। মোট ৮টি সুপার লাক্সারি ও আল্ট্রী সুপার লাক্সারি জাহজ রয়েছে সংস্থাটির। তারমধ্যে অন্যতম এটি। প্রসঙ্গত, গত মাসেই ৭৭ কোটি টাকার প্রকল্পে সম্মতি দিয়েছে কেন্দ্র। পর্যটন শিল্পের প্রসারের জন্য বিশাখাপত্তনম আন্তর্জাতিক ‘ক্রুজ’ পোর্ট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়। ইতিমধ্যেই পর্যটকদের ভ্রমণের জন্য একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষ। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক ক্রুজ জাহাজের অন্যতম গন্তব্যে পরিণত হবে ভারত, এমনটাই মনে করছেন কর্তৃপক্ষ।

Developed by