Breaking
23 Dec 2024, Mon

কানহাইয়া কুমারের চার্জশিট মামলায় তিরস্কারের মুখে দিল্লি পুলিশ

বঙ্গনিউজ ডেস্ক

কানহাইয়া কুমারের চার্জশিট মামলায় বিপাকে দিল্লি পুলিশ। পড়তে হল দিল্লি কোর্টের সমালোচনার মুখে। কেন দিল্লি সরকারের অনুমতি ছাড়াই চার্জশিট পেশ করা হল? এই প্রসঙ্গেই আদালতের তিরস্কারের মুখে পড়তে হয় পুলিশ প্রশাসনকে। কানহাইয়া কুমারকে দেশদ্রোহী আখ্যা দিয়ে সোমবার ১২০০ পাতার চার্জশিট পেশ করা হয়। কিন্তু নিয়ম মেনে তাতে দিল্লি সরকারের অনুমতি ছিল না। তড়িঘড়ি মুখ্য বাঁচাতে দিল্লি পুলিশের পক্ষে থেকে জানানো হয়, ১০ দিনের মধ্যে দিল্লি সরকারের সম্মতিপত্র এসে যাবে কিন্তু তাতেই সন্তুষ্ট হয়নি আদালত।

Developed by