Breaking
23 Dec 2024, Mon

উত্তর-পূর্ব ভারতে প্রভাব বিস্তার করছে তৃণমূল! পাশে প্রধান বিরোধী দল

জামিতুল ইসলাম
গতকাল অরুণাচল প্রদেশ থেকে উড়ে এসেছিল বড় খবর। এদিন ভারতের উত্তর-পূর্ব থেকে এসেছে চমক। সূত্রের খবর, মিজোরামের আঞ্চলিক দল জোরাম পিপলস পার্টি এবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে চলেছে। সেই মর্মে তৃণমূলের উত্তর-পূর্ব ভারতের সহকারী পর্যবেক্ষক বিশ্বজিৎ দেব-এর সঙ্গে একপ্রস্থ আলোচনাও হয়েছে বলে জানা গিয়েছে।আর মাত্র দু’দিনের অপেক্ষা। তারপরেই গোটা রাজ্য তথা দেশের নজর থাকবে উনিশে জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ডাকা ব্রিগেডের দিকে। আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে ও কেন্দ্র থেকে বিজেপি সরকারকে হটানোর জন্য বদ্ধপরিকর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই উনিশের মঞ্চে দেশের প্রায় সমস্ত আঞ্চলিক দলের প্রধানদের উপস্থিত করিয়ে রাজ্য তথা দেশের রাজনীতিতে বড় ছাপ ফেলতে চাইছেন মমতা। এই ব্রিগেডের মঞ্চে সবচেয়ে বড় চমক হতে চলেছে সদ্য বিজেপি ত্যাগী অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপস্থিতি। গতকালই জানা গিয়েছে মমতার ব্রিগেডে আসতে চলেছেন অরুণাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগাং আপাং। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার বিষয়ে বিজেপি সভাপতি অমিত শাহের কাছে চিঠি পাঠিয়েছিলেন তিনি। তারপরেই উনিশের ব্রিগেডে মমতার পাশে থাকবেন বলে জানিয়ে দেন গেগাং আপাং। কার্যত এই ঘটনার জেরে লোকসভা ভোটের আগে বাড়তি অক্সিজেন পায় তৃণমূল কংগ্রেস।

Developed by