বঙ্গ নিউজ ডেস্ক: টানটান উত্তেজনার মুহূর্ত হোক বা বিপক্ষ খেলোয়াড়ের স্লেজিং, কখনই ২২ গজের ভেতরে মাথা গরম করেন না তিনি। তাঁর বরফ শীতল মস্তিষ্কের জন্যই ক্রিকেট বিশ্বে মহেন্দ্র সিং ধোনি ‘ক্যাপ্টেন কুল’ নামেই পরিচিত।
গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। দলের জয়ে বিরাটের সেঞ্চুরির পাশাপাশি গুরুত্বপূর্ণ ভুমিকা ছিল মাহির অর্ধশতরানেরও। যদিও এর মাঝেই জলপানের বিরতিতে মেজাজ হারালেন মাহি। রাগের বশে সতীর্থ খলিল আহমেদকে বকুনি দিলেন ক্যাপ্টেন কুল।
৪৪ তম ওভারে বিরাট আউট হয়ে যাওয়ার পর দলকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব পড়ে ধোনি ও কার্তিকের উপর। অ্যাডিলেডের তীব্র গরমের মধ্যেই আস্কিং রেট হাতের নাগালে রাখতে প্রচুর সিঙ্গলস ও ডবলস নিচ্ছিলেন এমএসডি। ফলে দেহকে সতেজ রাখতে করতে হচ্ছিল জলপান।