জামিতুল ইসলাম, কোলকাতা:
সারমেয় নিধন কাণ্ডে এবার মুখ খুললেন পুর নিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি জানিয়েছেন সমস্ত হাসপাতাল, অফিস এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কুকুরদের তুলে এনে নির্বীজকরণ করা হবে। এই মর্মের সমস্ত হাসপাতালগুলিতে ইতিমধ্যেই চিঠিও দেওয়া হয়েছে। সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে অতীন ঘোষ জানান, হাসপাতাল বা বিশ্ববিদ্যালয় চত্বর সহজে কুকুর মুক্ত করা সম্ভব নয়। তাই তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসের অনুমতি মিললেই এই নির্বীজকরণের পদ্ধতি শুরু করা হবে। তিনি বলেন, খুব শীঘ্রই রাজ্যের সব হাসপাতালে নির্বীজকরণ ক্যাম্প করবে পুরসভা। তিনি আরও জানিয়েছেন, কলেজ ক্যাম্পাসে কুকুরদের জায়গা না হলে তাদের ধরে নিয়ে আসা হপবে পুরসভার ক্যাম্পে। ভবিষ্যতে যাতে এধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে হাসপালগুলিতে কুকুরের জন্য আলাদা খাঁচার বন্দোবস্তও করা হবে।