বঙ্গ নিউজ ডেস্ক: ২০০৬ সালের পর ফের অঞ্জন দত্তের সিনেমায় হাজির রাইমা সেন। ‘বং কানেকশন’-এর পর রাইমা সেনের সঙ্গে জুটি বেঁধেছেন পরিচালক অঞ্জন দত্ত। তাঁর আগামী সিনেমা ‘ফাইনালি ভালোবাসা’-তে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাইমাকে। মূলত তিনটি আলাদা প্রেমের গল্প নিয়ে এই সিনেমার চিত্রনাট্য সাজিয়েছেন অঞ্জন দত্ত। রাইমা সেন ছাড়াও ‘ফাইনালি ভালোবাসা’-তে অভিনয় করবেন অনিবার্ণ ভট্টাচার্য, অর্জুন চক্রবর্তী, অরিন্দম শীল, সৌরসেনী মৈত্র, সুপ্রভাত-কে। মূলত ডার্ক লাভ স্টোরি নির্ভর এই সিনেমার ক্লাইম্যাক্সে চমক দিয়েছেন পরিচালক, তেমনটাই জানা গিয়েছে।
পরিচালনার পাশাপাশি এই সিনেমাতে অভিনয় করতেও দেখা যাবে অঞ্জন দত্তকে। আগামী ১৭ জানুয়ারি মুক্তি পাবে ‘ফাইনালি ভালোবাসা’-র ট্রেলার। এদিন মুক্তি পেয়েছে ‘ফাইনালি ভালোবাসা’-র প্রথম অফিসিয়াল পোষ্টার। সেখানে প্রত্যেকটি অভিনেতা ও অভিনেত্রীকে দেখা গিয়েছে। প্রত্যেকের একটি আলাদা জার্নি আছে সেটা পোষ্টার দেখেই বোঝা যাচ্ছে। এই সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন নীল দত্ত। ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ মুক্তি পাবে অঞ্জন দত্ত পরিচালিত ‘ফাইনালি ভালোবাসা’। সিনেমাটির প্রযোজনা করেছে শ্রীভেঙ্কটেশ ফিল্মস।