নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবিবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকায় কারাগার থেকে তাঁকে আজ বুধবার আদালতে হাজির করা হয়নি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা গ্যাটকো দুর্নীতির মামলার অভিযোগ গঠনের শুনানির নতুন দিন ঠিক করা হয়েছে ২৪ জানুয়ারি। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু সৈয়দ দিলজার আজ এই দিন ঠিক করেন।
খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে বলেন, গ্যাটকো দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ছিল আজ। খালেদা জিয়া অসুস্থ থাকায় তাঁকে আদালতে হাজির করেনি কারাগার কর্তৃপক্ষ। খালেদা জিয়ার পায়ে ফোঁড়া দেখা দিয়েছে, তিনি অসুস্থ। আদালত অভিযোগ গঠনের নতুন দিন ঠিক করেছেন।