Breaking
23 Dec 2024, Mon

বাড়লো মাদার ডেয়ারি দুধের দাম

জামিতুল ইসলাম, কলকাতা:পৌষ সংক্রান্তির দিনেই দুঃসংবাদ, বাড়ছে দুধের দাম। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস তো ছিলই, এবার বাড়ল দুধের দামও। মাদার ডেয়ারি দুধের দাম একলাফে ৪ টাকা বাড়ল৷ ১লিটার দুধের দাম আগে ছিল ৪০ টাকা৷ ৪ টাকা বেড়ে দাম হল ৪৪ টাকা। তবে ডাবল টোনড দুধের দাম একই থাকছে৷ এই দাম বৃদ্ধির ফলে আমূলের গরুর দুধের চেয়েও মহার্ঘ্য হল মাদার ডেয়ারির দুধ। হঠাৎ মাদার ডেয়ারির দুধের দাম বৃদ্ধিতে আশঙ্কায় অন্যান্য দুধ প্রস্তুতকারি সংস্থাও৷ দুধের দাম বৃদ্ধির খবরে মধ্যবিত্তের হেঁসেলে পৌষ পার্বনের পিঠে, পায়েসের স্বাদ একটু কমবে বলে মনে করছেন অনেকে।

Developed by