নিজস্ব প্রতিবেদন,নদিয়াঃ দুই মোবাইল চোরকে গ্রেপ্তার করলো রানাঘাট জি আর পি থানার পুলিশ।গোপ্নসুত্রে খবর পেয়ে তাদের নদিয়ার চাকদা প্লাটফর্ম থেকে গ্রেপ্তার করা হল।পুলিশ জানিয়েছে তাদের কাছ থেকে চোরাই মোট ৬ টি মোবাইল উদ্ধার করা হয়েছে।ধৃতদের নাম রাজু ডোম এবং ছোটন ঘোষ। রাজুর বাড়ি উত্তর ২৪ পরগনার কাচড়াপাড়ায় এছাড়া ছোটনের বাড়ি মালদা জেলার রতুয়াতে।রবিবার সকালে তাদের দুইজনকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়।