বুদ্ধদেব বেরা, জেএনএফ,সাঁকরাইল : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোপীবল্লভপুর বিধানসভার বিশেষ অবজারভার হিসেবে নিযুক্ত হয়েছেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজিত মাহাতো। অজিত মাহাতো গোপীবল্লভপুরের দায়িত্ব পাওয়ার পর মাটি কামড়ে পড়ে রয়েছেন এলাকায়। আর তার ফলস্বরূপ লোকসভা নির্বাচনের সময় ঘর ভাঙলো সিপিএমের। রবিবার বিকেলে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ধানঘোরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোলাখালী সংসদের পঞ্চায়েত নির্বাচনের সময় সিপিএমের প্রার্থী গঙ্গাধর বেরা সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করে। তৃণমূলের দলীয় পতাকা গঙ্গাধর বেরার হাতে তুলে দেন গোপীবল্লভপুর বিধানসভার অবজারভার অজিত মাহাতো, সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কমলকান্ত রাউৎ। গঙ্গাধর বেরার পাশাপাশি আরো ৬টি পরিবার সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করে বলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়। এদিন বিকেলে ছোলাখালী এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীপদ সরেনের সমর্থনে প্রচার মিছিলের আয়োজন করা হয় । এদিনের প্রচার মিছিলে ঝাড়গ্রাম জেলা পরিষদের সহ-সভাপতি অঞ্জলি দোলাই ,অজিত মাহাতো, কমলকান্ত রাউতের পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা । এদিনের এই মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতো । মিছিল শেষে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের এই যোগদান কর্মসূচি প্রসঙ্গে গোপীবল্লভপুর বিধানসভার অবজারভার অজিত মাহাতো বলেন,”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য যে উন্নয়নমূলক প্রকল্প গুলি করেছেন সেই প্রকল্পগুলির পরিষেবা কেবলমাত্র তৃণমূল কর্মীরা পায় না। বিজেপি, সিপিএম, কংগ্রেস সমস্ত পরিবারের সদস্যরায় মুখ্যমন্ত্রীর প্রকল্পের পরিষেবা পায়। মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প আর অন্য কিছু নেই। তাই মানুষ তাদের ভুল বুঝতে পেরে অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করছে”। সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কমলকান্ত রাউৎ বলেন,”ধানঘোরী গ্রাম পঞ্চায়েতের ছোলাখালী সংসদের পঞ্চায়েত নির্বাচনের সময় সিপিএমের প্রার্থী সহ ৬টি পরিবার সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করে” । সিপিএমের সাঁকরাইল এরিয়া কমিটির সম্পাদক বিবেক মন্ডল বলেন,”বিষয়টি প্রসঙ্গে আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখছি”।
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…