অরূপ কুমার মাজী,জেএনএফ,ঝাড়গ্রাম : রাজনীতির মানুষদের কাছে ধীরে ধীরে পছন্দের সভাস্থল হয়ে উঠছে গজাশিমুল ফুটবল ময়দান। প্রত্যেকেই রাজনীতির খেলা খেলার জন্য এই মাঠকে বেঁচে নিচ্ছেন। জেলা শহর থেকে ১৬কিমি দূরে জনসভা হোক বা কর্মী বৈঠক সব সবকিছুর জন্য এই মাঠকে বেছে নিতে শুরু করেছেন।গত পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় নবজোয়ার কর্মসূচি তে ঝাড়গ্রাম এসেছিলেন এবং এই মাঠেই কর্মীদের নিয়ে বৈঠক ,জেলা পরিষদের প্রার্থী নির্বাচন এবং রাত্রি যাপন করেছিলেন। এবার লোকসভা ভোটের সময় আগামী ২৬ এপ্রিল কর্মী বিজেপি প্রার্থীর সমর্থনে কর্মী সম্মেলনের জন্য এই মাঠকেই বেছে নিয়েছে বিজেপির জেলা নেতৃত্ব এবং এই ফুটবল ময়দানে হওয়া কর্মী সম্মেলনে যোগ দিতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতবারে অভিষেক ঝাড়গ্রাম নবজোয়ার কর্মসূচিতে এসে গাডরোর শালবনি তে কুড়মি দের বিক্ষোভের মুখে পড়েন এবং তারপর শালবনির মাঠে জনসভা হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই জনসভা নিরাপত্তা জনিত কারণে প্রশাসনের তরফ থেকে বাতিল করা হয়,পরে গজাশিমুল ফুটবল ময়দানে দলের সাংগঠনিক নেতৃত্বদের নিয়ে কর্মী বৈঠকে করেন অভিষেক।এই বৈঠক থেকেই কর্মীদের পঞ্চায়েত ভোটে জেতার মন্ত্র তিনি বাতলে দেন এবং তারপরই পঞ্চায়েত ভোটে জেলা জুড়ে অভূতপূর্ব সাফল্য লাভ করে তৃণমূল।এবারে ভোট ঘোষণা হওয়ার পর ঝাড়গ্রাম জেলায় কোনো দলের নেতৃত্বরাই এখনো পর্যন্ত শীর্ষ নেতৃত্বকে দিয়ে প্রকাশ্য জনসভা করেননি। কিন্তু ভোট ঘোষণা পর আগামী ২৬ এপ্রিল প্রথম বার প্রকাশ্য সভা করবে বিজেপি তাতে উপস্থিত থাকবে রাজ্যের বিরোধী দলনেতা এবং বিরোধী দলনেতার সভাস্থল হিসেবে এই মাঠকেই কে বেছে নিয়েছে বিজেপি। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কুড়মি ভোট বড় ফ্যাক্টর এবং ঝাড়গ্রাম ব্লকেই কুড়মি সংখ্যা বেশি।তাহলে কি কুড়মি ব্লকে শুভেন্দু উপস্থিত হয়ে সভা মঞ্চ থেকে কুড়মির দেড় বার্তা দেওয়ার জন্যই কি এই মাঠকে বাছা হয়েছে এমন টাই মনে করছে রাজনৈতিক মহল। আবার কেউ মনে করছেন অভিষেক বন্দোপাধ্যায় হাত ধরে তৃণমূল এই মাঠ থেকে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করেছিল এবং নির্বাচনেও জয়লাভ করেছিল এবার তাকে টেক্কা দিয়ে বিজেপিও এখান থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু করতে চাইছে। বিজেপির জেলা সহ সভাপতি দেবাশীষ কুন্ডু বলেন ” আমরা প্রথম আমাদের শুভেন্দু দা কে নিয়ে প্রচার শুরু করলাম আগামী দিনে আরও রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব প্রচারে আসবে”। তৃণমূলের জেলা সহ-সভাপতি প্রসূন ষড়ঙ্গী ” প্রত্যেক দলেরই নিজেদের অধিকার আছে যে যেখানে ইচ্ছে সভা করতে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় থেকেই বেছে নিয়েছে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় কে বেছে নেবে এবং আমাদের প্রার্থী জয়লাভ করবে আমরা ১০০ শতাংশ আশাবাদী “। এখন সব গুঞ্জনকে পেছনে রেখে আগামী ২৬ এপ্রিল ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রর বিজেপি প্রার্থী প্রণত টুডুর সমর্থনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মাঠ থেকে কি বার্তা দিতে চান সেই দিকেই আপাতত তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে গোটা জঙ্গলমহলবাসী
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…