“আমার ও আমার পরিবারের ভোট আপনাকেই দেওয়া হবে” বাছুরডোবায় কালীপদকে বললেন সবজি বিক্রেতা

বুদ্ধদেব বেরা,জেএনএফ,
ঝাড়গ্রাম: বুধবার সকালে চা চক্রের মাধ্যমে প্রচার শুরু করেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীপদ সরেন । ঝাড়গ্রাম পৌরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডের বাছুরডোবা এলাকার হাউসিং কমপ্লেক্স চত্বরে ভোট প্রচার করেন প্রার্থী। ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের তিন নাম্বার ওয়ার্ড কমিটির পক্ষ থেকে এদিনের চা চক্র ও প্রচারের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি তথা ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নবু গোয়ালা,তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিউলি সিংহ, তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি বিশ্বজিৎ মান্না ( ভুতুন), তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কনভেনার প্রশান্ত আচার্য, যুব সংগঠনের আলোক গোস্বামী , কাকান পাঠক, মহিলার সগঠানের সোনালী দাস সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা । এদিন সকালে হাউসিং কমপ্লেক্স এর রাস্তায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে চা চক্রের আসর বসে । চা চক্রের মাধ্যমে প্রার্থী কালীপদ সরেন উপস্থিত সকলের সঙ্গে পরিচয় করেন। পরিচয় পর্বের শেষে হাউসিং কমপ্লেক্সের রাস্তার উপর যে সমস্ত দোকান রয়েছে সেই দোকানদারদের সঙ্গে আলাপচারিতা করেন। পথ চলতি সাধারণ মানুষের কাছেও তিনি ভোট প্রার্থনা করেন। এক চপ বিক্রেতা মহিলাকে প্রার্থী কালিপদ সরেন জিজ্ঞেস করেন আপনি হাজার টাকা লক্ষীর ভান্ডার পাচ্ছেন তো? উনি উত্তরে বলে হ্যাঁ পাচ্ছি। রাজ্য সরকারের সমস্ত পরিষেবায় আমরা পাচ্ছি। মহিলা হাসিমুখে প্রার্থীকে বলেন আমরা আপনার পাশেই রয়েছি । প্রার্থী এক সবজি বিক্রেতাকে জিজ্ঞেস করেন সকাল থেকে কেমন বিক্রি করা হয়েছে? সবজি বিক্রেতা প্রার্থীকে জানায় ভালোই বিক্রি হয়েছে। পার্থী বলেন, ভোট দেবেন তো? সবজি বিক্রেতা প্রার্থীকে জানান আমি কেন আমার পরিবারের সমস্ত ভোট আপনাকেই দেওয়া হবে। তারপর প্রার্থীকে সঙ্গে নিয়ে এলাকায় মিছিল করা হয়। শিউলি সিংহ বলেন,”আজ আমাদের ওয়ার্ডে চা চক্র ও প্রার্থীর সমর্থনে প্রচারের আয়োজন করা হয়েছে । মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আমাদের ওয়ার্ড থেকে শহরের মধ্যে সর্বোচ্চ লিড থাকবে এটা বলে রাখছি”। প্রার্থী কালিপদ সরেন বলেন,”এখানে প্রচারে এসে খুবই ভালো লাগছে। মানুষের ভালো সাড়া পাচ্ছি। এখানকার মানুষ আমাদের সঙ্গেই রয়েছে”।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago