অশোক ভট্টাচার্য্য ,জেএনএফ ,ঝাড়গ্রাম :
প্রার্থী ঘোষণা হওয়ার পর প্রচারে কোন খামতি না রেখেই মাঠে ময়দানে নেমে পড়েছে ঝাড়গ্রাম লোকসভার বামপ্রার্থী সোনামণি টুডু। অন্যান্যদের মতো একঘেয়ে প্রচার না করে অভিনব কায়দায় দেওয়ার লিখন করে প্রচার সারছেন সোনামণি। বিজেপিকে কটাক্ষ করে কোথাও বা শাসকদলকে কটাক্ষ করে নানা ধরণের কার্টুন আঁকার মধ্য দিয়ে ব্যঙ্গ করে দেওয়াল লিখন করছে বামফ্রন্ট। বামেদের দেওয়াল লিখনে ফুটে উঠছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির দুই দলের প্রতি কটাক্ষের সুর। ঝাড়গ্রাম শহরের বিভিন্ন ওয়ার্ডে দেওয়াল লিখন শুরু হয়েছে। রামের প্রসঙ্গ টেনে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি বামফ্রন্ট। তেমনি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দুর্নীতির কথাও
দেওয়াল লিখনে এমনকি দলবদল নয় দিন বদলের ডাক দেওয়া হয়েছে।আবার কোথাও ভগবান রাম ছাড়া বিজেপিকে ভোটে লড়ার নিদান দিয়েছে বামফ্রন্ট। স্বাভাবিকভাবে বলাই যায় ঝাড়গ্রাম জেলায় তৃণমূল এবং বিজেপির যে দেওয়াল লিখন এর সংখ্যা তার থেকে কিছুটা পরিমাণ এগিয়ে রয়েছে বর্তমানে সিপিআইএম। বর্তমান রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়েও দেওয়াল লিখনে কিন্তু টক্কর দিচ্ছে অন্যান্য দলকে বামফ্রন্ট। ২০২৪ সালের লোকসভা ভোটে নিজেরা মানুষের কাছে পৌঁছানোর জন্য অভিনব পন্থা অবলম্বন করেছে বাম সংগঠন ঝাড়গ্রাম জেলার অন্যান্য অঞ্চলে এই একই কায়দাতে দেওয়াল লিখন শুরু করেছে বামফ্রন্ট এবং এই দেওয়াল লিখনের মাধ্যমেই সাধারণ মানুষের কাছে ভোটের বার্তা তুলে ধরতে শুরু করেছে বামফ্রন্ট সংগঠন। বিজেপির জেলা সহ-সভাপতি দেবাশীষ কুন্ডু বলেন ” বামফ্রন্ট ৩৪ বছর ধরে মানুষের সাথে অত্যাচার করেছে শাসন করেছে, তারপর মানুষ বামফ্রন্টকে ছুড়ে ফেলে দিয়েছে। কিন্তু বর্তমানে ওরা এখন নতুন বিরোধী হওয়ার চেষ্টা করছে। সাধারণ মানুষ তা কখনো মেনে নেবে না, বামফ্রন্টকে ছুড়ে ফেলে দিয়েছে আগামী দিনে এদেরকে কেউ গ্রহণ করবে না “। ঝাড়গ্রাম জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দুলাল মুর্মু বলেন ওদের পায়ের তলায় মাটি নেই তাই তারা প্রচারের আলোয় আসতে এরকম দেওয়াল লিখন করছে l মানুষ ওদের পাশে নেই l
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…