ঝাড়গ্রাম: দুর্গা পূজার মুখে ঝাড়গ্রামের মহকুমা শাসকের বদলির পর এক ধাক্কায় বদলি হলো ঝাড়গ্রামের পাঁচজন বিডিও । ২০১৮ এর পঞ্চায়েত নির্বাচনের পর এক ধাক্কায় বদলি হয়েছিল ঝাড়গ্রামের ৮টি ব্লকের বিডিও । নিয়ে আসা হয়েছিল তরুণ বিডিওদের । মধ্যে কয়েকটি বিডিও এর বদলি হলেও এবার এক ধাক্কায় ৫ জন বিডিও বদলি হলো । রাজ্য সরকারের এক নির্দেশিকাই জানা গিয়েছে, ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লক এর বিডিও অভিগ্না চক্রবর্তীকে বদলি করে হাওড়া জেলার উলুবেড়িয়ার ২ ব্লকের বিডিও করে পাঠানো হয়েছে । ঝাড়গ্রামের বিডিও হয়ে আসছেন জয় আহমেদ । তিনি কালিম্পং জেলার হেড কোয়াটারে ডিএম-ডিসির পদে কর্তব্যরত ছিলেন । গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্রকে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বিডিও করে পাঠানো হয়েছে । গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও হয়ে আসছেন শ্যামসুন্দর মিস্ত্রি । তিনি মুর্শিদাবাদ জেলার দমকল ব্লকের বিডিও ছিলেন । জামবনি ব্লকের বিডিও সৈকত দে কে হাওড়া জেলার সাঁকরাইল ব্লকের বিডিও করে পাঠানো হয়েছে । তার পরিবর্তে জামবনি ব্লকের বিডিও হয়ে আসছেন দেবব্রত জানা । তিনি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকের বিডিও ছিলেন । নয়াগ্রাম ব্লকের বিডিও ঋতুপর্ণা চ্যাটার্জিকে বাঁকুড়া জেলার বাঁকুড়া ১ নম্বর ব্লকের বিডিও করে পাঠানো হয়েছে । তার পরিবর্তে নয়াগ্রামের বিডিও হয়ে আসছেন সুদীপ্ত রায় । তিনি উত্তর ২৪ পরগনা জেলার হেডকোয়ার্টারে ডিএম-ডিসির পদে কর্তব্যরত ছিলেন । বিনপুর ২ নম্বর ব্লকের বিডিও বরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর ২ ব্লকের বিডিও করে পাঠানো হয়েছে । তার পরিবর্তে বিডিও হয়ে আসছেন সুমন ঘোষ । তিনি পূর্ব মেদিনীপুর জেলার এগরা ব্লকের বিডিও ছিলেন ।
কয়েকদিন আগেই ঝাড়গ্রামের মহকুমা শাসক বাবুলাল মাহাতো কে বদলি করা হয়েছে । তিনি বীরভূম জেলার অতিরিক্ত জেলাশাসক পদে বদলি হয়েছেন । এছাড়াও জেলা শাসকের দপ্তরের একাধিক আধিকারিকের বদলি হয়েছে । ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়ালা বলেন,”বদলির নির্দেশিকা এসে পৌঁছেছে” ।
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…