পুজোয় ঝাড়গ্রাম রাজ বাড়িতে চালু হচ্ছে “রাজকীয় থালি”!

ঝাড়গ্রাম: রাজবাড়িতে রাত্রি যাপন করে ৪০০ বছরের ঐতিহ্যবাহী দুর্গাপুজোর আনন্দে মেতে উঠতে চাইলে পুজোয় চলে আসতে হবে ঝাড়গ্রাম রাজবাড়ি । ঝাড়গ্রাম রাজবাড়ির মধ্যেই রাজ পরিবারের উদ্যোগে রয়েছে “দ্যা প্যালেস ঝাড়গ্রাম” রিসোর্ট । রাজবাড়ীর মধ্যেই থাকার পাশাপাশি পুজোর সময় রাজ পরিবারের রাজকীয় খাবারের “রাজকীয় থালি” থাকছে পর্যটকদের জন্য । রাজ পরিবারের সদস্য বিক্রমাদিত্য মল্লদেব বলেন,”পর্যটকদের জন্য এবছর রাজ পরিবারের রাজকীয় খাবারের জন্য রাজকীয় থালি চালু করা হয়েছে । যারা এখানে থাকবেন তাদেরকে অগ্রিম জানিয়ে দিতে হবে তারা রাজকীয় থালির খাবার খেতে চাই । তাহলে তিনি পেয়ে যাবেন রাজকীয় খালির সুস্বাদু খাবার” । পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রে ঝাড়গ্রাম বেড়ানোর একটা সেরা ঠিকানা । পুজোর সময় দেশ-বিদেশের বহু পর্যটক ঝাড়গ্রাম বেড়াতে আসেন । ঝাড়গ্রামে সরকারি বেসরকারি উদ্যোগে প্রচুর সংখ্যক হোটেল, লজ, হোম-স্টে তৈরি হয়েছে । তার পাশাপাশি ঝাড়গ্রাম রাজ পরিবারের উদ্যোগে ঝাড়গ্রাম রাজবাড়ির মধ্যেই রয়েছে “দ্যা প্যালেস ঝাড়গ্রাম” নামের রিসোর্ট। ঝাড়গ্রাম রাজবাড়ির ঐতিহাসিক কক্ষগুলিকেই পর্যটকদের থাকার জন্য রাজকীয়ভাবে সাজিয়ে তোলা হয়েছে । বর্তমান সময়ে পর্যটকদের জন্য ১৪ টি ঘর রয়েছে ঝাড়গ্রাম রাজবাড়ীতে। অনলাইন বা ফোনের মাধ্যমে বুকিং করা যায় আবার রাজবাড়ীতে পৌঁছোও অফলাইনের মাধ্যম বুকিং করার ব্যবস্থা রয়েছে । ঝাড়গ্রাম রাজ পরিবারের দুর্গাপুজো প্রায় ৪০০ বছর পুরনো । দুর্গাপুজোর ১৫ দিন আগ জিতা অষ্টমী থেকেই ঝাড়গ্রাম রাজ পরিবারের পুজো শুরু হয়। এখানে দেবী দুর্গা পটেশ্বরী রূপেই পূজিত হয়। ঝাড়গ্রাম রাজ পরিবারে কুলোদেবী সাবিত্রী মন্দিরে এই দুর্গাপূজো হয়ে থাকে । সাবিত্রী মন্দিরের মধ্যেই রয়েছে পটচিত্রের দেবী দুর্গা। এখানেই ঝাড়গ্রাম রাজবাড়ির প্রাচীন ঐতিহ্য মেনাই প্রতিবছর পূজো হয়। সপ্তমীর দিন রাজ পরিবারের সদস্যরা রাজবাড়ী থেকে খড়গ, রাজলক্ষ্মী, শালগ্রাম শিলা ও ঘট শোভাযাত্রা সহকারে নিয়ে আসে সাবিত্রী মন্দিরের দেবী দুর্গার পূজাস্থলে । ১৫দিন আগে থেকেই পুজো শুরু হয় প্রতি নিয়ত চণ্ডীপাঠ হয়ে থাকে । দশমীর দিন পাঁঠা বলি দেওয়া হয় । পাটাবিদা অর্থাৎ প্রতীকী শত্রু নিধনের মধ্য দিয়ে দেবী দুর্গার পূজার সমাপ্ত হয়। এই প্রথা মেনেই ৪০০ বছর ধরে চলে আসছে ঝাড়গ্রাম রাজবাড়ির পটচিত্রের পটেশ্বরী দুর্গার পুজো ।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago