ঝাড়গ্রাম: অভিষেকের কনভয়ে হামলা এবং মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ব্লু-প্রিন্ট কে তৈরি করেছিল তা জানার জন্য ধৃত কুড়মি নেতাদের জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেল সিআইডি । মঙ্গলবার ঝাড়গ্রামের এডিজে ১ আদালতে জেল হেফাজতে থাকা নয় জন কুড়মি নেতার মধ্যে নীতিশ মাহাতো বাদে ৮ জনকে জেল জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয় সিআইডির পক্ষ থেকে । আবেদন মঞ্জুর করে এডিজে ১ আদালত । এছাড়াও কুড়মিদের ঘাঘর ঘেরা কর্মসূচীর সাইকেল রেলি চলাকালীন সাইকেল রেলিতে মেডিকেল টিম এবং এম্বুলেন্স দেওয়ার দাবিতে জামবনি ব্লকে পথ অবরোধ করেছিল কুড়মি সামাজিক সংগঠনের নেতৃত্বরা । সেই ঘটনায় জামবনি থানার পুলিশ সুওমট মামলা রুজু করেছিল । সেই মামলায় কুড়মি সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো এবং আদিবাসী জনজাতি কুড়মি সমাজের রাজ্য সভাপতি শিবাজী মাহাতোর নাম ছিল । আজ সিজেএম আদালতে জামবনি থানার পুলিশ তাদের সোমএরেস্টের জন্য আবেদন করে । জামবনি থানার এই আবেদন মঞ্জুর করে ঝাড়গ্রামের সিজেএম আদালত ।
নবজোয়ার কর্মসূচিতে ঝাড়গ্রামের গড় শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলা এবং রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনার তদন্তভার ইতিমধ্যেই নিয়েছে সিআইডি । সোমবার সিআইডি ঝাড়গ্রামের এডিজে ১ আদালতে ধৃত কুড়মি নেতাদের তদন্তের জন্য ১০ দিনের নিজেদের হেফাজতে চেয়েছিল । সিআইডির সেই আবেদন খারিজ করে ধৃত কুড়মি নেতাদের আগামী ১২ই জুন পর্যন্ত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন । এরপরেই এদিন ঝাড়গ্রামের এডিজে ১ আদালতে নীতিশ মাহাতো বাদে রাজেশ মাহাতো, শিবাজী মাহাতো, অনুপ মাহাতো সহ মোট আটজন কুড়মি নেতাকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করে সিআইডি । কুড়মি নেতাদের কেন জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সেজন্য সিআইডি আদালতকে জানিয়েছে, এই হামলার পিছনে কি কারন রয়েছে ? বৃহৎ ষড়যন্ত্রে সত্য উদঘাটনের জন্য ? এদের প্রত্যেকের কি ধরনের ভূমিকা রয়েছে ? ষড়যন্ত্রের ব্লু-প্রিন্ট কে করেছিল? আর কারা কারা এই ঘটনার পিছনে রয়েছে ? সরকারি আইনজীবী প্রশান্ত রায় বলেন, “সিআইডি জেল হেফাজতে থাকা কুড়মি নেতাদের জেল জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানিয়েছিল এডিজে ১ আদালতে । আদালত সিআইডির জেল জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করে” ।
প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে বারে বারে শোনা গিয়েছে, ঝাড়গ্রামের গড়শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় এবং মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনা বিজেপি ঘটিয়েছে । অভিষেক বন্দ্যোপাধ্যায় গজাশিমুল থেকে কুড়মিদের উদ্দেশ্যে সাফ জানিয়েছিলেন ৪৮ ঘণ্টার মধ্যে তাদের বিবৃতি দেওয়ার জন্য এই ঘটনার সঙ্গে কুড়মি সমাজ জড়িত রয়েছে কিনা । কুড়মিদের সমস্ত সংগঠন সাংবাদিক সম্মেলন করে জানায় এই ঘটনার সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই । এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন গ্রেফতার হওয়া পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো । যদিও রাজেশ মাহাতো সহ অন্যান্য কুড়মি নেতারা বারে বারে দাবি করেছেন ঘটনার সত্যতা সামনে আসুক । তারা সিআইডি নয় সিবিআই তদন্তর দাবি জানিয়েছেন ।
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…