অভিষেকের কনভয়ের হামলার ঘটনায় গ্রেফতার কুড়মি নেতারা

ঝাড়গ্রাম: নবজোয়ার কর্মসূচিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা ও মন্ত্রীর গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ গ্রেফতার করলো ৪ জনকে । কুড়মি সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো সহ মোট ১৫ জনের নামে এফআইআর করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। ধৃতদের শনিবার তোলা হলো ঝাড়গ্রাম আদালতে । পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত চার জনের মধ্যেই তিন জনের বাড়ি শালবনী এলাকায় । ধৃতরা হলেন অনিত মাহাত (৪২) , পেশায় গাড়ির চালক । মনমোহিত মাহাত (৩৯) পেশায় গাড়ির চালক , অজিত মাহাত (৪২) পেশায় চা বিক্রেতা । এছড়াও গ্রেফতার করা হয়ছে আদিবাসী নেগাচারি কুড়মি সমাজের রাজ্য সভাপতি অনুপ মাহাত (৫০) কে। অনুপের বাড়ি মানিকপাড়া এলাকায় । পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে , ধৃতদের বিরুদ্ধে ১৪৭,১৪৮,১৪৯ ,১৮৬ ,৩৫৩ ,৩৩২ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার রাতেই এই চার জনকে গ্রেফতার করছে পুলিশ । অভিযুক্ত পক্ষের আইনজীবী দেবনাথ চৌধুরী বলেন,”ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে এফআইআর করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ । ৪ জনকে গ্রেফতার করে । এদিন আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে তদন্তের সাপেক্ষে ৪ দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়। আদালতের কাছে আমি জামিনের আবেদন জানালে আদালত জামিল খারিজ করে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন” ।

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে বেলপাহাড়ির ইন্দিরা চক থেকে ঝাড়গ্রাম জেলায় নবজোয়ার কর্মসূচি শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বেলপাহাড়িতে রোড শো করেন তিনি । সেখান থেকে জামবনি ব্লকের পড়িহাটিতে রোড শো করেন তিনি । পড়িহাটি থেকে বিনপুর ১ ব্লকের দহিজুড়ি তে পৌঁছায় অভিষেক । সেখানে রোড শো করেন তিনি । তারপর ঝাড়গ্রাম শহরের পৌঁছায় অভিষেক । ঝাড়গ্রামেও রোড শো করেন তিনি। ঝাড়গ্রাম শহরে রোড শো শেষ করে ৫ নাম্বার রাজ্য সড়ক ধরে লোধাশুলী হয়ে গজাশিমুলের ক্যাম্পে আসার সময় শালবনি এলাকার গড়শালবনি এলাকায় অভিষেক এর কনভয় দেখার সাথে সাথে বিক্ষোভ দেখতে শুরু করে কুড়মিরা । অভিযোগ, অভিষেকের গাড়ি পার হওয়ার সাথে সাথে অভিষেকের কনভয় এর সাথে থাকা গাড়িতে পাথর ছুঁড়তে শুরু করে কুড়মিরা, বাঁশের লাঠি দিয়েও গাড়িতে ও বাইক আরোহীদের মারধর করে বলে অভিযোগ । কুড়মিদের পাথর ছুঁড়তে কারনে ভেঙে যায় মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি , ঘটনায় আহত হয় মন্ত্রীর গাড়ির চালক। পাথর মারা হয় সংবাদমাধ্যমের গাড়িতেও । ঘটনায় আহত হয়েছেন বেশকয়েক জন তৃণমূল কর্মী এবং পথ চলতি সাধারণ মানুষ জন । শুক্রবার রাতে ঘটনার পরেই অভিষেক এবং মমতার কথোপকথন হয়। ঘটনার ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । ঘটনার রিপোর্টও তলব করে নবান্ন।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago