কলকাতা : রবিবার 21শে মে বনগাঁ থেকে কলকাতায় ছুটে এলো মৌমিতা মজুমদার, ( সোনু ) মৌসুমী দত্তের কাছে, মৌসুমী জানিয়েছেন গত দু মাস আগেই Instagram এ পরিচয় হয় বনগাঁর বাসিন্দা মৌমিতা মজুমদারের সাথে, তারপর থেকেই শুরু হয় হোয়াটসঅ্যাপে চ্যাটিং। জড়িয়ে পড়ে তারা প্রেমে । তবে তাদের এই সম্পর্ক মানতে পারছে না তাদের পরিবার।
প্রসঙ্গত মৌমিতা মজুমদার বলেন আমি মৌসুমিকে ভালোবাসি ,ওকে ছাড়া আমি বাঁচতে পারব না , জল ছাড়া যেমন গাছ বাঁচে না আমি মৌসুমিকে ছাড়া তেমনি আমি বাঁচবো না,আমি আমার ফ্যামিলিকে বলেছিলাম আমি ওর কাছে যাব কিন্তু তারা রাজি হননি। তারা আমাদের সম্পর্ক মানবেনা,
তাই বাড়ি থেকে নীড় উপায় হয়ে পালিয়ে এসেছি।
এখন ওর পরিবার না মানলে আমরা দুজন অন্য কোথাও গিয়ে বসবাস করবো, আমরাদুজন দুজনকে গতকাল রাতেই মা কালীকে সাক্ষী রেখেমালা বদল করে তার স্মৃতিতে সিঁদুর তুলে আমি বিয়ে করেছি, আমরা জানি সমাজ আমাদের মানবে না,কিন্তু আমি ওর সঙ্গেই থাকতে চাই,বাঁচলেও ওর সঙ্গে মরলেও থাকবো ওর সঙ্গে,পুলিশ প্রশাসন যদি আমাদের মেরে ফেলতে চায় তাহলে আমাদের দুজনকে একসঙ্গে মেরে ফেলতে হবে।আর যদি বাঁচিয়ে রাখতে চায় তাহলে দুজনকেই রাখতে হবে, দু’নারীর বিয়েনারীর বিয়েনারীর বিয়েকে দুই পরিবারেই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দুজনই জানিয়েছেন যদি কোন রকম বড় ধরনের বাধা আসে দুজন দুজনকে একসাথেই হাতে হাত রেখে লড়াই করব আমরা একে অপরকে ছাড়া বাঁচবো না।
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…