জেএনএফ ওয়েব ডেস্ক : শনিবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সংবর্ধনা দিল SACTWA ঝাড়গ্রাম জেলা কমিটি। এদিন বিকেল চারটে নাগাদ ঝাড়গ্রাম স্টেডিয়ামে ৬৬ তম পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করতে আসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি, ক্রেতা সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বনদপ্তরের রাষ্ট্রমন্ত্রী বিরবাহা হাঁসদা, জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, শিক্ষাদপ্তরের শীর্ষ আধিকারিক, ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়ালা প্রমুখ। রাজ্যের প্রতিটি জেলা থেকে স্কুল পড়ুয়াদের প্রতিনিধিরা এসে উপস্থিত হয়েছেন সেখানে। আগামী তিন দিনব্যাপী ফুটবল খেলা চলবে স্টেডিয়ামে। ২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কলেজের অতিথি শিক্ষক, পার্ট-টাইম শিক্ষক ও কন্ট্র্যাকচুয়াল শিক্ষকদের এক ছাতার তলায় এনে নাম দিয়েছিলেন স্টেট এডেড কলেজ টিচার অর্থাৎ SACT। দীর্ঘদিন আন্দোলনের পর মুখ্যমন্ত্রীর এহেন ঘোষণায় পূর্বতন রাজ্যের গেস্ট লেকচারার অ্যাসোসিয়েশনের নাম বদলে করে তৈরি হয় স্টেট এডেড কলেজ টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অর্থাৎ SACTWA। যাঁর সাধারণ সম্পাদক গোপালচন্দ্র ঘোষ। শিক্ষামন্ত্রী বক্তব্য শেষ করার পর জানতে পারেন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছেন স্টেট এডেড কলেজ টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঝাড়গ্রাম জেলা কমিটির এক প্রতিনিধি দল। বিষয়টি জানতে পেরেই শিক্ষামন্ত্রী নিজে মঞ্চের চেয়ার থেকে উঠে গিয়ে সেই প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন। স্টেট এডেড কলেজ টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঝাড়গ্রাম জেলা কমিটির পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি তাঁর হাতে সংগঠনের সাধারণ সম্পাদক গোপালচন্দ্র ঘোষের স্বাক্ষরিত একটি দাবিপত্র তুলে দেওয়া হয়। মন্ত্রী তা সানন্দে গ্রহণ করে বিষয়টি দেখারও আশ্বাস দিয়েছেন। তাঁরা কেমন আছেন তা জানতে চান মন্ত্রী। এমনকি তাঁদের কোন সমস্যা রয়েছে কিনা সে বিষয়েও খোঁজ-খবর নেন শিক্ষামন্ত্রী। স্টেট এডেড কলেজ টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঝাড়গ্রাম জেলা কমিটির প্রদীপ দাস, অমিতাভ পাহাড়ী, শ্রীদাম কর, চিরঞ্জীব দত্ত, অনিন্দ্য ভৌমিক, সুজন বর্মন, জয়ন্ত মণ্ডলরা উপস্থিত হয়েছিলেন। সংগঠনের জেলা কমিটির সভাপতি অমিতাভ পাহাড়ী ও সম্পাদক প্রদীপ দাস বলেন,‘শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সংবর্ধনা জানাতে পেরে আমরা সকলে খুবই খুশি। শিক্ষামন্ত্রীর হাতে আমাদের সংগঠনের আট দফা দাবি পত্র তুলে দেওয়া হয়েছে। উনি তা সানন্দে গ্রহণ করে বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। আমাদের সকলের ভালো থাকার খোঁজ-খবরও নিয়েছেন শিক্ষামন্ত্রী।’ অনুষ্ঠান শেষে মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার সময় স্টেট এডেড কলেজ টিচারদের অনুরোধে গ্রুপ ছবিও তোলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…