ক্যান্সারে প্রয়াত ২৩ বছরের ছেলের স্মৃতি বাঁচিয়ে রাখতে পরিবেশ দিবসের দিনে শ্রাদ্ধানুষ্ঠানে আমন্ত্রিতদের হাতে একাধিক ফুল ও ফলের গাছ তুলে দিলেন বাবা-মা ও পরিজনেরা


জেএনএফ ওয়েব ডেস্ক : তরতাজা ২৩ বছরের ছেলের মৃত্যু হয়েছে মারণব্যাধি ক্যান্সারে। তবে সেই ছেলের শ্রাদ্ধানুষ্ঠানে আমন্ত্রিতদের হাতে একাধিক ফুল ও ফলের গাছ তুলে দিলেন বাবা-মা ও পরিবারের লোকজন। ঝাড়খন্ডের রাজধানী রাঁচি শহরের কডরু রোডের ওল্ড এজি কলোনির বাসিন্দা শুভাশিস বক্সী ও মৌসুমী বক্সীর একমাত্র ছেলে অর্পণ বক্সী ওরফে যীশু হোটেল ম্যানেজমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। মাস ছ’য়েক আগে অর্পণের কিডনিতে ক্যান্সার ধরা পড়ে। ভেলোরে নিয়ে গিয়ে দীর্ঘ কয়েক মাস চিকিৎসা করানো হয়। পরে অর্পণকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। একাধিক কেমোথেরাপি নিতে গিয়ে কাহিল হয়ে পড়েন তরতাজা তরুণটি। গত ২৬ শে মে কলকাতার বেসরকারি হাসপাতলে প্রয়াত হয় অর্পণ। সন্তানহারা বাবা-মা ঠিক করেন ছেলের শ্রাদ্ধানুষ্ঠান নয়, ‘মুক্তি’ অনুষ্ঠান করবেন। ঘটনাচক্রে রবিবার ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসেই অর্পণের সেই ‘মুক্তি’ অনুষ্ঠানের দিন ধার্য হয়েছিল। এদিন অতিথি ও আমন্ত্রিতদের প্রত্যেকের হাতে একাধিক ফুল ও ফলের গাছ তুলে দেন শুভাশিসবাবু ও মৌসুমীদেবী ও পরিবারের লোকজন। কোল ইন্ডিয়ার সহযোগী সংস্থা সিসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার শুভাশিসবাবু বলেন,‘আমার বাড়ির একতলার দুই ভাড়াটিয়া বলরাম শ্যামল, শুভাশিস মিশ্র এবং পরিবার ও স্বজন বন্ধুরা মিলে ঠিক করি অর্পণকে বাঁচিয়ে রাখব প্রকৃতির মাঝে। তাই এমন উদ্যোগ। প্রত্যেককে যে সব গাছ এদিন উপহার দেওয়া হয়, তাঁদের অনুরোধ করেছি গাছ গুলিকে যেন তাঁরা বড় করে তোলেন। সেই গাছগুলির মধ্যেই আগামী দিনে আমাদের অর্পণকে বেঁচে থাক।’ একমাত্র ছেলের প্রয়াণে প্রকৃতিকেই আঁকড়ে ধরতে চান শুভাশিস বাবু ও মৌসুমীদেবী। তাঁরা জানাচ্ছেন,‘বাড়ির সামনে বাগান করার একটি জায়গা রয়েছে সেখানেও গাছ রোপণ করে অর্পণের নামাঙ্কিত করে এলাকাবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করা হবে।’ এদিনই অর্পণের স্মৃতিতে একটি বই প্রকাশ করা হয়। পরিবারের সদস্য, বন্ধু, শিক্ষক ও পরিচিতজনেরা সেখানে অর্পণকে নিয়ে স্মৃতিচারণ করে লিখেছেন।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago