ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে আরটিও নয় এবার ওভারলোডিং গাড়ি ধরতে রাস্তায় নামল ঝাড়গ্রাম লরি ওনার্স এসোসিয়েশন । মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের জামদা এলাকায় ওভারলোডিং গাড়ি ধরার অভিযান চালান তারা । অভিযানের দরুন ৩০০বস্তা চাল বোঝাই দুটি গাড়ি আটক করে তারা । লরি ওনার্স এসোসিয়েশনের সেক্রেটারি মনোজকুমার মাহাতো , অনিমেষ কুন্ডু বলেন, “আমাদের এসোসিয়েশনের মধ্যে আলোচনা করা হয়েছিল গাড়িতে ওভারলোডিং মাল কেউ পরিবহন করবে না । ওভারলোডিং মাল পরিবহন করলে রাস্তায় যেমন আরটিও ধরেল প্রচুর পরিমাণে ফাইন করে তার পাশাপাশি গাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ে । এছাড়াও ওভারলোডিং মালবোঝাই থাকলে সর্বক্ষণ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে । কারণ ওভারলোডিং মালে গাড়ির ব্রেক ঠিকমতো ধরতে চাই না । তাই আমরা ওভারলোডিং বন্ধ করে দিয়েছি । কিছু গাড়ির মালিক রয়েছে বেশি টাকার লোভে গাড়িতে ওভারলোডিং মাল নিচ্ছে । যার ফলে যেসকল গাড়িগুলি ওভারলোডিং মাল নিচ্ছে না তারা ভাড়া পাচ্ছে না হলে অনেক গাড়ি বসে রয়েছে । তাই এদিন আমরা ওভারলোডিং গাড়ির বিরুদ্ধে পথে নেমেছি” ।
জানা গিয়েছে, কিছু মালিক রাস্তায় পুলিশকে টাকা দিয়ে ওভারলোডিং গাড়ি চালাচ্ছে । যার ফলে পথ দুর্ঘটনা ঝুঁকি অনেকটাই বাড়ে। একটি ১১০৯ লরির আট টন মালের পাসিং থাকলে ওই গাড়িটি ১৪থেকে ১৫টন মাল পরিবহন করে । যার ফলে গাড়ির ব্যাপক পরিমাণে ক্ষত হয় । ক্ষতির হাত থেকে ও আরটিওর হাত থেকে বাঁচার জন্য ঝাড়গ্রাম লরি ওনার্স এসোসিয়েশন ওভারলোডিং বন্ধ করার সিদ্ধান্ত নেন । কিছু মালিক অর্থের লোভে ওভারলোডিং পণ্য পরিবহন করায় তাদের বিরুদ্ধে অভিযান করতে দেখা গেল ঝাড়গ্রাম জেলা লরি ওনার্স এসোসিয়েশনের সদস্যদের ।
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…