বিশেষ অতিথি উপলক্ষে অদ্বৈত মহাপ্রভুর সংকীর্তনে প্রসাদ নিতে এসে খোয়া গেল একাধিক ভক্তের সোনার চেইন, কানের দুল সহ একাধিক অলংকার ও নগদ টাকা। ঘটনার পরিপ্রেক্ষিতে আটক একাধিক মহিলা। নদীয়ার শান্তিপুর থানার অদ্বৈত পাঠের ঘটনা। প্রতিবছরই অদ্বৈত মহাপ্রভুর গুরুদেব শ্রীপাদ মাধবেন্দ্র পরিপাদের তিরোধান দিবস উপলক্ষে নাম সংকীর্তন এর আয়োজন করা হয়। মায়াপুর ইসকন থেকে প্রচুর বিদেশিদের ভক্তরা উপস্থিত হয় এই বিশেষ দিনে। 40000 ভক্তর প্রসাদ এর আয়োজন করা হয় এই বিশেষ তিথিতে। শান্তিপুর থানা এলাকাসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমাগম ঘটে অদ্বৈত পাঠে। ভক্তদের সেই প্রসাদ গ্রহণ করতে এসে তাদের দাবি অলংকার চুরি হয়ে গেল। কারো আনুমানিক 60 হাজার টাকা মূল্যের সোনার চেন কারো কানের দুল সহ অন্যান্য অলংকার কারো অফার নগদ অর্থ। প্রতিবছরই চুরির ঘটনার সাক্ষী থাকে অদ্বৈতপাঠ। এবছর নিরাপত্তার কারণে শান্তিপুর থানার পুলিশ মোতায়েন করা ছিল সেখানে। তাতেও চোর এদের গতি আটকানো যায় নি। যদিও সন্দেহের কারণে জিজ্ঞাসাবাদ করার জন্য একাধিক মহিলাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে শান্তিপুরের বিধায়ক ব্রজোকিশোর গোস্বামী বলেন, প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। তবুও এই ঘটনা সামনে এসেছে। মানুষ কেউ আরো বেশি করে সচেতন হতে হবে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…