সরকারি টাকা আত্মসাতের অভিযোগ তুলে ডেপুটেশন তৃণমূলের, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে চরমে তুফানগঞ্জে

জেএনএফ ওয়েব ডেস্ক :- তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান এর বিরূদ্ধে ১০০ দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগ তুলে প্রধানের নিকট স্মারকলিপি তৃণমূল কর্মীদের একাংশের। গোষ্ঠীদ্বন্দ্ব চরমে তুফানগঞ্জ। মঙ্গলবার তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত তুফানগঞ্জ ২ নং ব্লকের শালবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
তৃণমূল কর্মীদের একাংশের দাবি,গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধান নিবারণ মন্ডল, নাগুর হাট হাই স্কুলের প্রধান শিক্ষক ও তৃণমূল নেতা শিলাদিত্য সেন, এছাড়াও তৃণমূলের বারোকদালি ২ নং গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সুরঞ্জিত রাভা তাদের পরিবার ১০০ দিনের জবকাড পূরণ করে ফেলেছেন, অথচ গ্রামের একাংশ শ্রমজীবী পরিবার ১০০ দিনের কাজ থেকে বঞ্চিত রয়েছে। এ বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি ঘনিষ্ঠ ধীমান বর্মন সহ বেশ কয়েকজন প্রধানের নিকট স্মারকলিপি জমা দিতে যাওয়ার সময় প্রধান তাদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ, তিনি স্বীকার করে নেন যে তার পরিবার ১০০ দিনের কাজ পূর্ণ করে ফেলেছেন। তিনি বলেন, কি করার আছে করে নাও, কোন দাদার কাছে যাবে যাও, এমন ভাবে চ্যালেঞ্জ করতে শোনা যায় ভিডিওর মধ্যেই।
এ বিষয়ে তুফানগঞ্জ 2 নং ব্লক সভাপতি ধনেশ্বর বর্মন বলেন, গ্রাম পঞ্চায়েত প্রধান ও বেশকিছু তৃণমূল নেতা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন, বিষয়টি তিনি জেলা সভাপতি নজরে আনবেন।
যদিও এ বিষয়ে জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন বলেন, বিষয়টি তার জানা ছিল না তিনি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন।
দুর্নীতির বিষয় নিয়ে তুফানগঞ্জ ৯ নং বিধানসভার বিজেপির সংযোজক উৎপল দাস বলেন, ১০০ দিনের কাজ নিয়ে তুফানগঞ্জ ২ নং ব্লক প্রচুর পরিমাণে দুর্নীতি চলছে, যার সঠিক তথ্য দিয়ে ইতিমধ্যে তারা সোশ্যাল মিডিয়ার সরব হয়েছেন, আগামী দিনে ১০০ দিনের কাজের দুর্নীতির বিষয়টি তারা বিধায়ক ও এমপি সহ উচ্চপদস্থ আধিকারিকদের কে জানাবেন।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago