সিপিআইএম-এর মাথাভাঙ্গা দক্ষিণ এরিয়া দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হল মাথাভাঙ্গার নজরুল সদনে

সিপিআইএম মাথাভাঙ্গা দক্ষিণ এরিয়া দ্বিতীয় সম্মেলন মাথাভাঙা শহরের নজরুল সদনের হলঘরের জীবনী সেন মঞ্চ এবং লালচাঁদ বর্মন নগরে অনুষ্ঠিত হল আজ। এই সম্মেলনের উদ্বোধন করেন সিপিআইএম কোচবিহার জেলা কমিটির সম্পাদক অনন্ত রায়, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তী, সিপিআইএম নেতা মহানন্দ সাহা, অরুণ চৌধুরী, শ্যামল ভট্টাচার্য্য, প্রসেনজিৎ সরকার, ডিওয়াইএফআই কোচবিহার জেলা কমিটির সম্পাদক সুধাংশু প্রামানিক প্রমূখ।

এদিন সম্মেলন মঞ্চ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম মাথাভাঙ্গা দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক মকসেদুল ইসলাম বলেন, মাথাভাঙ্গা দক্ষিণ এরিয়া কমিটির মধ্যে তিনটি গ্রাম পঞ্চায়েত ও মাথাভাঙ্গা শহর মিলে গঠিত। এদিন ২২৭ জন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে ২৪ টি শাখা কমিটির প্রতিনিধিদের মধ্য থেকে একজন করে প্রতিবেদনের ওপর আলোচনায় অংশগ্রহণ করেছে। এই সম্মেলন থেকে আগামী দিনের বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানান মোকসেদুল বাবু। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার জনস্বার্থে কোন ধরনের কাজ করছে না। রাজ্যে তৃণমূল কেন্দ্রে বিজেপি ক্ষমতায় রয়েছে। দুটি দল মানুষের সর্বনাশ ডেকে আনার পথ বেছে নিয়েছে। তাই আমরা তৃনমূল এবং বিজেপির বিরুদ্ধে লাগাতার আন্দোলন সংগ্রাম করে যাব। পাশাপাশি মাথাভাঙ্গা পৌরসভা তৃণমূল পরিচালিত, এই পৌরসভা নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত গুলোতেও ১০০ দিনের কাজ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের স্বজনপোষণ নীতি আরোপ করছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।
সম্মেলনের উদ্বোধনী ভাষণে সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় বলেন, আগামী পহেলা জানুয়ারি এবং ২রা জানুয়ারি ২০২২ সাল সিপিএম দলের কোচবিহার জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে কোচবিহার শহরে। এই সম্মেলন সফল করতে সকলের সার্বিক সহযোগিতার প্রয়োজন আছে বলে তিনি জানান। আজকের এই সম্মেলন থেকে কোচবিহার জেলা সম্মেলন এর প্রতিনিধি নির্বাচন করা হবে। তাছাড়া এই সম্মেলন থেকে সিপিআইএম দলের মাথাভাঙ্গা দক্ষিণ এরিয়া কমিটি নতুন করে গঠিত হবে।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago