মাথাভাঙ্গায় চোর সন্দেহে গণ ধোলাই দিয়ে আটক ১ যুবক

: ফের দিনের বেলায় বাড়িতে ঢুকে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো চোর। সন্দেহ চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকেছে সে। যুবকের নাম খাইরুল মিয়া বয়স 23। বাড়ি শীতলকুচি গাছ তলায়। ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা 1 নং ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের পূর্ব 22 গুড়িতে। অভিযোগ, বেলা বারোটা নাগাদ এলাকার বাসিন্দা আশিশ ভৌমিক এর বাড়ি ফাঁকা দেখে সুযোগ বুঝে খাইরুল ওই বাড়িতে ঢুকে। বাড়ির এক সদস্য তা দেখে ফেললে চিৎকার শুরু করেন।বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে ওই যুবক স্থানীয় একটি দোকানে আশ্রয় নেয়।পরে খবর পেয়ে আশিশ ভৌমিক ওই দোকানে গিয়ে যুবকের জিজ্ঞাসাবাদ শুরু করলে খাইরুল জানায়, সে এলাকার এক পরিচিত বাড়িতে এসেছে। কিন্তু এলাকার কোন পরিচিত নাম না বলতে পারে সবাই বুঝে যায় সে মিথ্যা বলছে। এরপর গ্রামবাসী ওই যুবককে পরিচিতের বাড়ি দেখানোর কথা বললে সে ধীরে ধীরে এগোতে থাকে, পরিচিতের বাড়ি দেখানোর জন্য। অবস্থা বেগতিক বুঝে ওই যুবক দৌড়ে পালাতে থাকে। তার পেছনে পেছনে গ্রামবাসীরা ধারা করে। দৌড়াতে গিয়ে কাদায় পড়ে গিয়ে জখম হয় ওই যুবক। সঙ্গে সঙ্গে যুবককে গ্রামবাসীরা ধরে ফেলে। ওই অবস্থায় তাকে আটক করে গ্রামবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খায়রুলকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহাকুমা হাসপাতালে নিয়ে যায়।আশিষ বাবু বলেন, আমি নিশ্চিত ও চুরির উদ্দেশ্যেই আমার বাড়িতে ঢুকে ছিল।মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল জানিয়েছেন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বর্তমানে খাইরুল মাথাভাঙ্গা মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন।প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।তবুও খাইরুল যাতে হাসপাতাল থেকে না পালায় তার জন্য পালা করে দুজন পুলিশ তাকে পাহারা দিয়ে রাখছে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago