জেএনএফ ওয়েব ডেস্ক :- কোচবিহার শহরের প্রাণকেন্দ্র সাগরদীঘি চত্বরে ভেসে উঠলো বেশ কয়েকটি কচ্ছপের মৃত দেহ। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। ঘটনাটি ঘটেছে এদিন সকালে কোচবিহারের প্রাণকেন্দ্র সাগরদিঘিতে। এর আগেও একাধিকবার সাগরদিঘির জলাশয় থেকে মোহনের (কচ্ছপের) মৃতদেহ ভেষে উঠতে দেখা গিয়েছে। তবে, এবার একসঙ্গে ৫টি কচ্ছপের মৃতদেহ জলে ভেসে ওঠায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সাধারণ মানুষ থেকে পরিবেশ প্রেমীরা।
এক পথচারী জানান, দীর্ঘদিন ধরে শহরের দিঘিগুলি শ্রীহীন অবস্থায়। যেখানে সেখানে আবর্জনা পড়ে রয়েছে। অথচ কারও হেলদোল নেই। সে কারণেই এই পরিস্থিতি। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন।
স্থানীয়দের অভিযোগ,এই সাগরদিঘি চত্বরে কত গুল কচ্ছপ আছে তা কেউ জানে না। এমনকি এই দিঘির রক্ষণাবেক্ষণ কে করবে তারও কোন ঠিক নেই তার জন্যই এই পরিনতি।
তিনি আর বলেন, জেলা প্রশাসন যদি এই দীঘি গুলো সংস্কারের ক্ষেত্রে আরও সচেষ্ট হত, আরও চিন্তা করতো তাহলে আজ এই দিনটি দেখতে হত না। সরকারি দপ্তরের নাকের ডগায় প্রতিনিয়ত জলাশয় দূষণ এর কাজ চলছে। কিন্তু সেটা বন্ধ করার কারো কোনো হেলদোল নেই।
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…