রোদ বৃষ্টি উপেক্ষা করে দিনহাটার বিভিন্ন এলাকায় ভোট প্রচার বামফ্রন্ট প্রার্থী আব্দুর রউফের

আগামী ৩০ শে অক্টোবর দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আর সেই নির্বাচন ঘিরে সাধারন মানুষের কাছে পৌছনো একটা উন্মাদনা দেখা দিয়েছে শাসক দল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল গুলো। একটানা বৃষ্টির মধ্যেও বুধবার সকাল থেকে ওই বৃষ্টিকে উপেক্ষা করে ৭ নং দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে নির্বাচনে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ নির্বাচনী প্রচারে।এদিন তিনি শ্যামগঞ্জ, কুমারগঞ্জ পশ্চিম, হাতচেকুয়া, মৈদাম, দিগলটারি এলাকায় ভোট প্রচার করেন।
এবিষয়ে ৭ নং দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে নির্বাচনে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ বলেন, ‘গত দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা ভোটের প্রচারে বের হয়েছি। এই বৃষ্টিতে ভিজেই বাড়ি বাড়ি ঘুরে ভোটের প্রচার করছি এবং সাধারন মানুষের থেকে উৎসাহও পাচ্ছি ও তারা আমাকে আশীর্বাদও করছেন। আজ সারাদিন এই এলাকা গুলোতে ঘুরে যতটা পারব প্রচারের কাজ সেরে ফেলব এবং বিকেলে নবাবের হাটে আমাদের ক্যাম্পেইন ও আছে। আমরা সাধারন মানুষকে এটাই বলব যে, বিজেপি গত বিধানসভা উপনির্বাচনে সাধারন মানুষের ওপর যে অন্যায় করেছে, তারা মানুষকে যেভাবে বোকা বানিয়েছে তার প্রতিবাদ এই উপনির্বাচনে হবে। সাধারণ মানুষের মনোভাব সেই কথাই বলছে। দিনহাটার সীমান্তবর্তী এলাকায় যাতে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে এবং তারা যাতে নিশ্চিন্তে জীবন যাপন করতে পারে সেই দাবী তারা রেখেছে আমরাও সেটাই দাবী করছি।’
প্রসঙ্গত, ২১ এর বিধানসভা নির্বাচনে তৃনমূল প্রার্থী উদয়ন গুহ ও বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী করেছেন বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ। যদিও তিনি গত বিধানসভা ভোটে তৃতীয় স্থানে ছিলেন। ২১ এ বিধানসভা নির্বাচনের মাত্র ৫৭ ভোটে তৃনমূল প্রার্থী উদয়ন গুহকে পরাজিত হয়েছিলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। জয়ী হওয়ার পর তিনি বিধায়ক হিসেবে শপথ না নিয়ে দিনহাটার বিধায়ক পথ থেকে ইস্তাফা দেন। আর সেই কারনে আগামী ৩০ অক্টোবর দিনহাটা ৭ নং বিধানসভায় উপনির্বাচন ঘোষণা করেন নির্বাচন কমিশন। সেই কারনে দিনহাটা ফের শাসক দল প্রার্থী উদয়ন গুহ ও বিজেপি প্রার্থী অশোক মন্ডলের বিরুদ্ধে ফের প্রার্থী হন বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ। তাই তিনি দিনহাটা বিধানসভার বিভিন্ন এলাকায় সাধারন মানুষের কাছে ভোট চাইতে রোদ ও বৃষ্টি উপেক্ষা করে প্রচার করে চলেছেন।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 month ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 month ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 month ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

3 months ago