দিনহাটা উপনির্বাচনে ফরওয়ার্ড ব্লক প্রার্থী হিসেবে নাম ঘোষণা আব্দুর রউফ

জেএনএফ ওয়েব ডেস্ক :- আগামী ৩০ অক্টোবর দিনহাটা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশন। তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই প্রার্থী বাছাই শুরু করেদিয়েছিল সকল মহল। সেই মতো গতকাল রাতে দিনহাটা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থীর নাম ঘোষণা করে বাম নেতৃত্ব। আর তার নাম ঘোষণার পড়েই সোশ্যাল মিডিয়ার তাঁকে নিয়ে প্রচার করতে দেখা গেলো তার কর্মী সমর্থকদের। দিনহাটা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী হয়েছে আব্দুর রউফ। এর আগে ২১ এর বিধানসভা নির্বাচনে ফরওয়ার্ড ব্লক থেকে তাকেই প্রার্থী করা হয়েছিল, কিন্তু সেখানে তিনি তৃণমূলের উদয়ন গুহ ও বিজেপির নিশীথ প্রামানিকের পাওয়া ভোটের তুলনায় প্রায় অনেক পিছিয়ে ছিলেন। কিন্তু তার পরেও তাঁকে আবারও দিনহাটা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী করা হল।
আর প্রার্থী হওয়ার পর আব্দুর রউফ ভিডিও বার্তায় বলেন, “গতকাল রাতে তার কাছে খবর আসে যে তাঁকে দিনহাটা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে। এই উপনির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, জনগণের প্রতিনিধি হিসেবে বিধানসভায় গিয়ে কৃষক, শ্রমিক, ছাত্র-যুবকদের অধিকার এবং এলাকার উন্নয়নের অধিকার আদায়ের লড়াই করব।”
তিনি আরও বলেন, “গত বিধানসভা নির্বাচনে মানুষ যে ভুল করেছে তা শোধরাতে হবে, এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকলকে মিলে এগিয়ে আস্তে হবে।
উল্লেখ্য, গতকাল বিপুল ভোটে জয়লাভের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় দিনহাটা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী হিসেবে উদয়ন গুহর নাম ঘোষণা করেন। এর পড়েই গতকাল রাতে ফরওয়ার্ড ব্লকের তরফ থেকেও এই প্রার্থী ঘোষণা করাহয়। এখন দেখার বিজেপি কবে তাদের পক্ষ থেকে দিনহাটা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

4 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

4 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

4 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

5 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

6 months ago