বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের দুর্গাপুজো ৫বছরে পদার্পণ

পসকো আইনে বন্দি ছিলেন আর সেই সময় থেকে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের দুর্গা প্রতিমা তার হাতেই শুরু হয়। তারপর বিচারে তিনি নির্দোষ খালাস হলেও ২০১৭ থেকে আজ অব্দি বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের দুর্গাপ্রতিমা তার হাতেই তৈরি হয়ে আসছে।আসলে কথা বলছি দক্ষিণ দিনাজপুর জেলার বংশিহারি ব্লকের বুনিয়াদপুর শহর লাগোয়া শেরপুর এলাকার বাসিন্দা রাজু সরকারের। প্রসঙ্গত উল্লেখ্য যে সংশোধনাগারের উঁচু প্রাচীর এর ভেতরে বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় সংশোধনাগারে আবাসিকদের মন খারাপ যাতে না হয় সেই কারণে প্রতিবছর দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে আয়োজিত হয়। বাংলার ঘরের মেয়ে উমা কে আবাহন এর পাশাপাশি চারদিন আবাসিকের মেতে ওঠে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের। সংশোধনাগারের কর্তৃপক্ষের পক্ষ থেকে আবাসিকদের জন্য থাকে ভুরি ভোজের আয়োজন । জানা গেছে 2017 সালে বুনিয়াদপুর শেরপুর এর বাসিন্দা রাজু সরকারের একটি পস্ক আইন মামলায় সংশোধনাগারে বন্দি জীবন শুরু হয়। আর সেই সময় কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ দুর্গাপূজা আয়োজন করবার সময় রাজু সরকার তাদের জানান তিনি নিজেই প্রতিমা গড়তে পারেন। সেই থেকে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দীদের দুর্গতি ঘোচানোর উদ্দেশ্যে রাজু সরকার সংশোধনাগার কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শুরু করে দুর্গতিনাশিনী মূর্তি তৈরির কাজ। সেই থেকে শুরু ২০২১ সালে এসেও রাজু সরকার এখনও বানিয়ে চলেছে নীলগঞ্জের সংশোধনাগারের প্রতিমা। তার মাঝে ২০১৭ সালেই দুর্গাপূজার তিন মাসের মাথায় রাজ্য সরকার জামিনে মুক্ত হন। এরপর বিচার বিভাগের বিচারে তিনি নির্দোষ খালাসও হয়ে যান। রাজু সরকারের বিশ্বাস বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের দুর্গা প্রতিমা গড়ার ফলেই তার দুর্গতি হরণ হয়েছে। তাই তিনি নিয়ম করে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের দুর্গা প্রতিমা তৈরি করেন। বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষও রাজু সরকারের হাতের তৈরি সুন্দর প্রতিমা পেয়ে খুশি তাই তারা প্রতি বছর বছর রাজু সরকারকে দিয়েই তাদের কেন্দ্রীয় সংশোধনাগারের দুর্গা প্রতিমা বানান। এবছর কেন্দ্রীয় সংশোধনাগার এর দুর্গা প্রতিমা তৈরি হবে ডাকের সাজের। প্রতিমা থাকবে সাবেকিয়ানা। রাজু সরকারের বিশ্বাস তার মতই শতশত নির্দোষ বন্দীর দুর্গতি হরণ করবে তার তৈরি দুর্গা। আর এই বিশ্বাস নিয়ে তিনি বছর বছর তৈরি করে চলেছেন বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার এর দুর্গা।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago