করোনার ভ্যাকসিন নিয়ে সভা অনুষ্ঠিত মাথাভাঙা ১ নং ব্লকের বিডিও অফিসে

জেএনএফ ওয়েব ডেস্ক :- করোনা চলছে, সামনে দুর্গা পুজো, তার আগে বহুবার মাথাভাঙ্গা ১ নং ব্লকের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করবার জন্য প্রয়াস চালিয়ে গেছেন মাথাভাঙা ১ নং ব্লকের বিডিও সম্ভাল ঝা। করোনা ভ্যাকসিন নিয়ে আজকের মাথাভাঙ্গা ১ নং ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে সভা করলেন তিনি।

এই সভায় উপস্থিত ছিলেন, পচাগর গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ পঞ্চায়েত সমিতির সদস্য এবং কর্মচারীরা। সভায় মাথাভাঙা ১ নং ব্লকের বিডিও সম্ভাল ঝা, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কবিতা বর্মন, মাথাভাঙা ২ নং পঞ্চায়েত সমিতির নারী-শিশু সমাজকল্যাণ কর্মদক্ষ কল্যাণী রায়, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সুব্রত সরকার সহ অন্যান্যরা।

উল্লেখ্য, কয়েকদিন আগে করোনা ভ্যাকসিন নিয়ে পচাগর গ্রাম পঞ্চায়েতে একটি গণ্ডগোল হয়েছিল। তারপরেই নড়েচড়ে বসে ব্লক প্রশাসন।

এদিন বিডিও সম্ভাল ঝা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই মুহূর্তে করোনা চলছে। করোনার সময় যাতে মাস্ক সবাই ব্যবহার করে তার জন্য সকলকে সচেতন হওয়ার জন্য আবেদন করেছি।

পাশাপাশি পুজোর আগে এবং পরে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কিভাবে করোনা ভ্যাকসিন এনে সাধারণ মানুষকে দেওয়া যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পঞ্চায়েত সদস্যদের এবং কর্মচারীদের নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান বি ডিও।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago