জেএনএফ ওয়েব ডেস্ক:- শিশু চিকিৎসার ক্ষেত্রে আরও উন্নীত করণ করা হল কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের। আজ আনুষ্ঠানিক ভাবে চালু করা হয় পেড্রিয়াটিক ইনসেন্টিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ)। শিশু চিকিৎসায় ওই বিশেষ কেয়ার ইউনিটের আনুষ্ঠানিক সূচনা করেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান। কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আগে সদ্যজাত শিশুদের চিকিৎসার জন্য বিশেষ ইউনিট এনআইসিইউটি আগে থেকে রয়েছে। এবার আড়াই থেকে ১২ বছরের শিশুদের চিকিৎসার ওই নতুন ইউনিট চালু হওয়ায় অনেক বেশী চিকিৎসা পরিষেবা মিলবে বলে জানা গিয়েছে।
জেলা শাসক পবন কাদিয়ান পিআইসিইউ এর আনুষ্ঠানিক উদ্বোধনের পর গোটা পরিকাঠামো ঘুরে দেখেন। সেখানে শয্যার সাথে অক্সিজেন লাইন ছাড়াও আধুনিক অনেক চিকিৎসা সামগ্রী লাগানো রয়েছে। জেলা শাসক সাংবাদিকদের বলেন, “আপনারা আগেই জানেন নতুন এই ইউনিটের জন্য বেশ কিছু আধুনিক চিকিৎসা সরঞ্জাম এসেছে। এই ইউনিটের জন্য হাসপাতালে ‘লেবেল টু থেকে ত্রি’ তে উন্নীত হল। এতে অনেক ঝুঁকিপূর্ণ রোগীর চিকিৎসা মিলবে।”
মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরেপরেই কোচবিহার জেলা হাসপাতালকে মেডিক্যাল কলেজ করা হয়। এরপর থেকেই হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জোর দিতে শুরু করে রাজ্য স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই প্রসূতিদের চিকিৎসার জন্য ‘মাতৃমা’নামে একটি নতুন বিভাগ করা হয়েছে। সিটি স্ক্যান সহ বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষার বেশ কিছু অত্যাধুনিক সরঞ্জাম বসানো হয়েছে। এবার পিআইসি ইউনিট চালু হওয়ায় চিকিৎসা পরিবার মান আরও উন্নত হবে বলেই মনে করছেন সাধারণ মানুষ।
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…