সাফাই কর্মীদের ঘরবাড়ি থেকে উৎখাত করার চেষ্টা চালানোর অভিযোগ উঠল এলাকার জমি মাফিয়াদের বিরুদ্ধে

জেএনএফ ওয়েব ডেস্ক :-সাফাই কর্মীদের ঘরবাড়ি থেকে উৎখাত করার চেষ্টা চালানোর অভিযোগ উঠল এলাকার জমি মাফিয়াদের বিরুদ্ধে । রাজু বাসফোর নামে সাফাই কর্মী বলে প্রায় 100 বছর থেকে তাদের পূর্ব জোড়া এই জায়গা বসবাস করে আসতেছে তার মতন এলাকারই এক জমিদার তাদেরকে কিছু জমিন দান দিয়েছিল আর কিছু জমি তারা কিনেছিল তবে থেকে তারা সে এলাকায় ঘরবাড়ি করে আসেন এবং এলাকায় পরিষ্কার ও সাফাই করে তাদের পরিবার চালিয়ে আসতেছে। রাজু আরও বলে গত কয়েকদিন ধরে কিছু জমি মাফিয়া রা তাদের উপরে অত্যাচার করছে ও বাড়ি থেকে বের করার হুমকি দেওয়ার পাশাপাশি জমি খালি করার জন্য বলছে না হলে 50 লাখ টাকা দাবি করেছে। রাজু আর অভিযোগ করে কি বুধবার সকালে ওই জমি মাফিয়া রা এসে তাদের পরিবারের মহিলাদের উপরে অত্যাচার চালিয়েছে এবং মারধর করেছে বাড়ি ঘর ভাঙার চেষ্টা করেছে। এই ঘটনাকে নিয়ে তারা পুলিশের কাছে ও দ্বারস্থ হয়েছেন। গোটা ঘটনাকে নিয়ে। গোটা ঘটনার উপরে এলাকার তৃণমূল নেতা ফিরোজ খান বলে সাফাই কর্মী জাগত কয়েক দশক ধরে এলাকায় আছে তারা গোটা পান্জিপারা সরকারি-বেসরকারি দত্ত প্রতিষ্ঠান পরিষ্কার করার কাজ করে তাদের জন্যই পান্জিপারা পরিষ্কার থাকে তারা বিভিন্ন দোকানে পরিষ্কার কাজ করে তারপরেও তাদের উপরে এই ধরনের অত্যাচার করা চলবে না । গোটা ঘটনা প্রশাসন দেখবে এবং তাদেরকে ওই জমি থেকে খালি করা চলবে না আমরা তাদের পাশে আছি। গোটা ঘটনার তদন্ত পুলিশ শুরু করেছে।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 month ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 month ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 month ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

3 months ago