মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভুব বাহাদুরের ১১০ তম প্রয়ান দিবস উৎযাপন হল কোচবিহারে

জেএনএফ ওয়েব ডেস্ক:- মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভুব বাহাদুরের ১১০ তম প্রয়ান দিবস উৎযাপন হল। শনিবার কোচবিহার সাগর দীঘির পারে অবস্থিত কোচবিহার জেলা আদালতের সামনে নৃপেন্দ্র নারায়ণ ভব বাহাদুরের প্রতিক্রিতিতে মাল্য দান করে তাঁর তিরোধান দিবন পালন করেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে, তুফানগঞ্জ বিধানসভার বিধায়িকা মালতি রাভা সহ বাকি বিজেপি নেতৃত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার রয়্যাল ফ্যামিলি ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্যরা। এদিন তারা নৃপেন্দ্র নারায়ণ ভব বাহাদুরের আবখ্য মূর্তিতে পুস্পস্তবক দিয়ে তাকে প্রনাম জানিয়ে তাঁর তিরোধান দিবস পালন করেন।
এছাড়াও অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে কোচবিহার জেলা সভাপতি গিরীন্দ্র নাথ বর্মণ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পহিবহন সংস্থার নয়া চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ জেলা নেতৃত্বদের দেখা যায়।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, আজ কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভুব বাহাদুরের ১১০ তম তিরোধান দিবস পালন করা হল। কোচবিহারের রূপকার হিসেবে যাকে আমরা চিনি। এই নৃপেন্দ্র নারায়ণ ভুব বাহাদুর মাত্র ৪৮ বছর বয়সে ইংল্যান্ডে মারা গিয়েছিলেন। তাঁর বিস্তর সাম্রাজ্য ছিল। তিনি সেই সময়ে রাজ্যত্ব করে গেছেন।
তিনি আরও বলেন, রাজ্য পাঠ্য সূচিতে কোচবিহারের ইতিহাস কথাও লেখা নেই। তিনি চান যাতে যত দ্রুত সম্ভভ পাঠ্য সূচিতে আনা যায় তার জন্য তিনি রাজ্য সভায় প্রস্তাব রাখবেন।
কোচবিহার রয়্যাল ফ্যামিলি ওয়েলফেয়ার ট্রাস্টের মুখ্যপাত্র কুমার মৃদুল নারায়ণ বলেন, আজ কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভুব বাহাদুরের ১১০ তম তিরোধান দিবস পালন করা হল। আগামীতে তাঁর জন্ম দিবসও পালন করা হবে। কিন্তু শুধু এই মৃত্যু দিবস আর জন্ম দিবস পালন করলেই হবে না, সাথে সাথে কোচবিহার শহরের যেসব জায়গা গুলি হেরিটেজ ঘোষিত হয়েছে সেই সব জায়গা গুলো যাতে দ্রুত সংস্কার করা হয় প্রশাসনের কাছে দাবী রাখেন তিনি।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago