জেএনএফ ওয়েব ডেস্ক :-১৫ই সেপ্টেম্বর ইটাহার: রাজ্যে সড়ক বেহাল দশায় পড়ে থাকার কারনে,রাজ্যে সড়ক সংস্কারের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ ইটাহারে। উল্লেখ্য চাচল, ইটাহার হয়ে বালুরঘাট রাজ্য সরকের কয়েক বছর আগে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে প্রশাসনের তরফে, কাজের দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি একটি সংস্থাকে। কিন্তু চাচল, ইটাহার হয়ে বালুরঘাট যাওয়ার দীর্ঘ কিলোমিটার বেশির পিচ মিশ্রন পাথর পরে পাকা রাস্তা তৈরী হলেও, ইটাহার শহর এলাকায় ইটাহার পোরষা মোড় থেকে উত্তর পাড়া পয’ন্ত প্রায় দুই কিলোমিটার রাজ্যে সরক সংস্কারের কাজে হাত লাগিয়েও কয়েক মাস ধরে রাস্তার কাজ বন্ধ হয়ে পরে রয়েছে ফলে বৃষ্টি হলেই রাস্তার উপর ছোট বড় খানা খন্দরে বৃষ্টির জলে আটকে থাকা ও বত’মানে গোটা রাস্তা জুড়ে ধুলাই ভরা অভিযোগ ইটাহার শহর বাসির। এদিন দুপুর নাগাদ ইটাহার উত্তর পাড়া এলাকায় রাজ্য সড়কের উপর বাঁশ,ব্রেঞ্জ দিয়ে রাস্তা অবরোধ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। তাদের আরো অভিযোগ ইটাহার শহর এলাকায় ব্যাস্ত তম রাস্তা , চাচল, ইটাহার, বালুরঘাট, কালিয়াগঞ্জ বিভিন্ন এলাকায় যাওয়ার মূল রাস্তা ছোট,বড় সহ একাধিক জানবাহন চলাচল করে, ও ইটাহার কলেজ সহ বিভিন্ন গন্তব্যে স্হলে সহ হাজার হাজার সাধারণ মানুষের বাজার ঘাট সহ চলাচল করা, অথছ দীর্ঘ কয়েক মাস ধরেই ইটাহার শহর এলাকায় ব্যাস্ত তম রাস্তার কাজ বন্ধ রয়েছে, রাস্তার কাজের সংস্হা ইটাহার শহর এলাকায় পুরনো পাকা রাস্তার পিচ মিশ্রন পাথর তুলে নেওয়ার কারনে শহর এলাকার রাস্তা খানা খন্দরে হয়ে পড়েছে, বৃষ্টি হলেই রাস্তা জুড়ে খানা খন্দরে নোংরা জলে চলাচল ও বত’মানে বৃষ্টির জল না থাকায় গোটা রাস্তা জুড়ে ধুলাই ভরা, বিভিন্ন জান বাহন চলাচল করাই রাস্তার নংরা ধুলাই অতিষ্ট হয়ে পরতে হয়, পথ চলতি সাধারণ মানুষ সহ রাস্তার দুই পাশে ব্যাবসায়ীদের। এদিন দীর্ঘ প্রায় ঘণ্টা খানিক রাজ্য সরক অবরোধ থাকায়, খবর পেয়ে ঘটনাস্থলে য়ায় ইটাহার থানার পুলিশ, ও ইটাহার পঞ্চায়েত প্রধান অশোক বম’ন, সহ বিডিও সাহেবের প্রতিনিধি ফরিকুল আলি, অবশেষে প্রশাসনের তরফে কাজের সংস্থা ও জেলা আধিকারিক দের সঙ্গে কথা বলে, আন্দোলন কারিদের আশ্বাস দিলে আন্দোলন তুলে নেন এলাকার সাধারণ মানুষ।
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…