ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের হস্তক্ষেপে দেড় বছরের সমস্যার সমাধান হল মাত্র দু’দিনে, বিকাশের বাড়িতে জ্বলল আলো!


জেএনএফ ওয়েব ডেস্ক : দেড় বছর ধরে বিদ্যুৎ দপ্তরের দরজায় কড়া নেড়েছে। আবেদন করেও বাড়িতে মেলেনি নতুন বিদ্যুৎ সংযোগ। ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের হস্তক্ষেপে সেই সমস্যার সমাধান হল মাত্র দু’দিনে! বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ পেলেন লালগড় ব্লকের নেপুরা গ্রাম পঞ্চায়েতের অধীনে তেঁতুলআড়া গ্রামের বাসিন্দা বিকাশ প্রামানিক। গত তিন মাস আগে ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে সমস্যার কথা লিখিত ভাবে জানায় বিকাশ। গত সাতদিন আগে ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ওই সমস্যার পরিপ্রেক্ষিতে ‘প্রি-লিটিগেশন’ মামলা রুজু করে। গত ২৬ আগস্ট স্টেশন ম্যানেজার ও বিকাশ প্রামানিককে নোটিশ দিয়ে ডেকে পাঠায় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। সেদিন ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুনীল কুমার শর্মা উভয় পক্ষের মতামত শোনেন। তার পরের দিনই বিকাশের বাবার নামে নতুন বিদ্যুৎ সংযোগ দেয় বিদ্যুৎ দপ্তর। এদিন ওই সমস্যার সমাধানের প্রেক্ষিতে উভয়কে আবার হাজির হতে হয়েছিল ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে। বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ পেয়ে বিকাশ প্রামানিক বলেন,‘বিনপুর স্টেশন ম্যানেজারের কাছে দেড় বছর আগে বাবা বৈদ্যুনাথ প্রামানিকের নামে নতুন বিদ্যুৎ সংযোগ নেওয়ার আবেদন করি। তখন থেকেই ওই ঠিকানায় পুরোনো মিটারের বকেয়া বিল রয়েছে বলে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে অজুহাত দেখায়। কিন্তু আমাদের কোন মিটার ছিল না। আইনি সহায়তা কর্তৃপক্ষের সহায়তায় বাড়িতে বিদ্যুৎ সংযোগ পেয়ে খুবই ভালো লাগছে।’ বিনপুরের বিদ্যুৎ দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার মানসকুমার দে বলেন,‘ডিএলএসএ-র মাধ্যমে আমার অভিযোগটি জানতে পেরেছিলাম। জানার পরই আমরা দ্রুত বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দিয়েছি।’ ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস মাষ্টার সুব্রত বারিক বলেন,‘বাড়িতে বিদ্যুৎ সংযোগ পাওয়া এটিও আইনি অধিকারের মধ্যে পড়ে। তা থেকে বঞ্চিত ছিলেন বিকাশ প্রামানিক। বিষয়টি কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুনীলকুমার শর্মার কাছে ফাইলটি যাওয়ার পরই মাত্র দু’দিনে সমস্যার সমাধান করা হয়েছে।’

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago