জাতীয়স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দিঘা যাচ্ছে কোচবিহার থেকে ১৪ জনের একটি দল


জেএনএফ ওয়েব ডেস্ক: শারীর শিক্ষার ভিত্তি মজবুত করতে ও আত্মরক্ষার কৌশল আয়ত্ত করতে দীর্ঘ ২০ বছর ধরে ক্যারাটে করিয়ে আসছেন কোচবিহারের ক্যারাটে জগতের পরিচিত মুখ সেন্সাই বিশু রায়। এবারে তার তত্ত্বাবধানে ও পরিচালনায় কোচবিহার থেকে ১৪ জনের একটি ক্যারাটে জাতীয় স্তরের খেলায় অংশ নিতে যাচ্ছে। এই খেলাটি অনুষ্ঠিত হবে দীঘায়।এদিন  ক্যারাটে মাস্টার সেন্সাই বিশু রায় বলেন, আজ কোচবিহার এবং দিনহাটা থেকে প্রায় ১৫ জনের একটি দল জাতীয় ক্যারাটে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দিঘা যাচ্ছে। এদের মধ্যে ৪ জন রাহুল বাজফোর, মৌসুমী খাতুন, পুজা দাস ও ঋতিকা পাল। এছাড়াও সাধারণ বেল্ট থেকে ১০ জন স্নেহা সরকার, মায়া থাপা, সঙ্গিতা সামন্ত, লাবনি রায়, তনুশ্রী বর্মণ, জয়দেব বর্মণ, তন্ময় বর্মণ, অনামিকা বর্মণ, রাজু বর্মণ, জয়ন্ত বর্মণ, পুজয়ি রায় প্রমুখ।কোচবিহার জেলার মূলত দুটি শাখা থেকে এই অংশগ্রহণকারীরা খেলতে দীঘায় যাচ্ছেন। তিনি আরও জানান, করোনা মহামারীর জেরে দীর্ঘদিন থেকেই তাদের অনুশীলন বন্ধ হয়ে রয়েছে, কিন্তু পারফরম্যান্সকে ধরে রাখার জন্য তারা প্রতিদিন সকালে জেলাশাসক দপ্তরের সামনে তারা তাদের এই অনুশীলন চর্চা চালিয়ে যাচ্ছে।ক্যারাটে একটি আঘাতের কৌশল যেটি ঘুষি, লাথি, হাঁটু এবং কনুইয়ের আঘাত ও মুক্তহস্ত কৌশল যেমন ছুরিহস্ত ব্যবহার করে। কিছু স্টাইলে আঁকড়ে ধরা, আবদ্ধ করা, বাঁধা, আছাড় এবং অতীব গুরুত্বপূর্ণ পয়েন্টে আঘাত শেখানো হয়। ক্যারাটে শেখার উপকারিতা অনেক। ক্যারাটে হলো ৫০% হাতের কাজ ও ৫০% পায়ের কাজ। এটাতে আত্মরক্ষা করার কৌশল শেখায় বেশি। এতে মনোবল অনেক বাড়ে এবং আত্মরক্ষার ক্ষেত্রেও এটি অনেক সাহায্য করে।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 month ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 month ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 month ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

3 months ago