দিনহাটায় দ্বিতীয় কলেজ স্থাপনের দাবিতে কোচবিহার জেলা শাসকের কাছে স্মারকলিপি, ভর্তি সমস্যা মেটানো নিয়ে উদ্বেগ

জেএনএফ ওয়েব ডেস্ক :- দিনহাটায় দ্বিতীয় কলেজ স্থাপনের দাবিতে এবার কোচবিহারে এসে জেলা শাসকের দ্বারস্থ হল কলেজ দাবি কমিটি। আজ ওই দাবি কিমিটির আহ্বায়ক তথা এসএফআই নেতা শুভ্রালোক দাসের নেতৃত্বে ব্যাপক জমায়েত করে জেলা শাসকের দফতরের সামনে যান ওই কলেজ দাবি কমিটির কর্মী সমর্থকরা। পরে জেলা শাসকের কাছে ওই দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিনহাটা দ্বিতীয় কলেজ দাবি কমিটির আহ্বায়ক শুভ্রালোক দাস জানান, এর আগের তাঁদের আন্দোলনের জেরেই তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দিনহাটা ২ নম্বর ব্লক ও সিতাইয়ে দুটি কলেজ স্থাপনের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু ঘোষণা ঘোষণাতেই থেকে গিয়েছে। তা আর বাস্তবায়িত হয় নি। এবার করোনা মহামারির জন্য যখন পরীক্ষা ছারাই প্রায় একশো শতাংশ পাশ করানো হয়েছে, তখন ছাত্রছাত্রী ভর্তি নিয়ে ব্যাপক সঙ্কট তৈরি হয়েছে দিনহাটার বর্তমান একটি মাত্র কলেজে।
ইতিমধ্যেই সাড়ে ৭ হাজার আবেদনপত্র জমা পড়েছে। আরও ৪ দিন সময় রয়েছে আবেদনপত্র জমা নেওয়ার। সব মিলিয়ে সাড়ে ৯ হাজার আবেদনপত্র জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু দিনহাটা কলেজে খুব বেশী হলে সাড়ে ৩ হাজার ছাত্র ভর্তি নেওয়া সম্ভব হবে। এই অবস্থায় বাকি ছাত্রদের উচ্চ শিক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আর সেই কারণেই এই শিক্ষা বর্ষের মধ্যেই ঘোষিত দ্বিতীয় কলেজ স্থাপনের দাবিতে দিনহাটায় আন্দোলন শুরু হয়েছে। ওই দাবিতে লক্ষাধিক স্বাক্ষর সংগ্রহ অভিযান চালানো হয়েছে। মহকুমা শাসকের কাছে জমায়েত করে স্মারকলিপি দেওয়া হয়েছে। এবার কোচবিহার জেলা শাসকের কাছেও একই দাবি জানানো হল। এরপরেও সরকারের পক্ষে কোন সদর্থক ভূমিকা পাওয়া না গেলে আন্দোলন আরও তীব্র আকারে করার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 month ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 month ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 month ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

3 months ago