করোনা কাল কাটিয়ে এনবিএসটির আয় ২০ কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থির সংস্থার

জেএনএফ ওয়েব ডেস্ক :- করোনা কাল কাটিয়ে সংস্থার মাসিক আয়ের লক্ষ্যমাত্রা ২০ কোটি টাকা করার সিধান্ত নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা(এনবিএসটিসি)। আজ সংস্থার প্রধান কার্যালয় পরিবহন ভবনে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।
এছাড়াও যাত্রী পরিষেবার মান উন্নয়ন, রাজ ইতিহাস সমৃদ্ধ কোচবিহারের বিভিন্ন প্রাচীন স্থাপত্য ও মনিষীদের ছবি লাগিয়ে বাস গুলোর সৌন্দর্যায়ন করার কথা এদিন জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান।
এদিন সংস্থার চেয়ারম্যান তাঁর নিজের দফতরে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ও মনিষী পঞ্চানন বর্মার ছবি লাগানো হয়। চেয়ারম্যান জানান, মহারাজা জগদ্দেপন্দ্র নারায়ণ কোচবিহার স্টেট ট্রান্সপোর্ট তৈরি করেন। এরপর তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় এই সংস্থাকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা হিসেবে গড়ে তোলেন। এরপর বাম আমলের শেষ দিকে ওই পরিবহন সংস্থা বেহাল হয়ে পড়ে। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে বেশ কিছু নতুন বাস নামিয়ে ফের এই সংস্থাকে টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু গত দুবছর ধরে করোনা মহামারির জন্য ফের ওই সংস্থা বেহাল হয়ে পড়েছে। বহুদিন রাস্তায় না নামায় অনেক বাস বিকল হয়ে পড়েছে। এই অবস্থায় বাস গুলোকে ফের মেরামত করে বন্ধ হয়ে থাকা ডিপো গুলোকে চালু করে সংস্থার আয় বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানান সংস্থার চেয়ারম্যান।
এদিন চেয়ারম্যান জানান, প্রাথমিক ভাবে ৫০টি দূরপাল্লার বাস নির্দিষ্ট করা হয়েছে। যে বাস গুলোর চালকের আসনের পেছনে মনিষী পঞ্চানন বর্মা, রাজ পরিবারের সদস্য, রাজবাড়ী, মদনমোহন মন্দির, কামতেশ্বরী মন্দির, বানেশ্বরের শিব মন্দির সহ বিভিন্ন প্রাচীন স্থাপত্যের ছবি লাগানো হবে। ১০০ টি বাসকে মেরামত করে যাত্রী পরিষেবার মান উন্নয়ন করা হবে। বেশ কিছু বন্ধ হয়ে যাওয়া লাভজনক রুট চালু করা হবে। খোলা হবে একাধিক বন্ধ হয়ে থাকা ডিপো।
চেয়ারম্যান বলেন, “সংস্থার এখন সেভাবে কোন ঋণ নেই। কর্মীদের বেতনও সময় মত হয়ে যাচ্ছে। এখন লক্ষ্য একটাই করোনা মহামারি কাটলেই সংস্থার আয় বাড়িয়ে ২০ কোটি টাকায় নিয়ে যাওয়া।”

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago