কোচবিহারে একরাতে দুই দোকানে চুরি, উদ্বেগে ব্যসায়ীরা

জেএনএফ ওয়েব ডেস্ক: একরাতে দুই দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার শহরের রাজবাড়ী হাউজিং গেটের সামনে। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সকালে দোকান খুলতে এসে ওই চুরির ঘটনা জানতে পারেন ব্যবসায়ীরা। দোকানের টিনের দরজা কেটে দুষ্কৃতিরা ভিতরে ঢুকে জিনিসপত্র নিয়ে চম্পট দেয় বলে মনে করা হচ্ছে। পরে বিষয়টি নিয়ে কোতোয়ালি থানার দ্বারস্থ হন ব্যবসায়ীরা। এতে ওই এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।এদিন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সজল দে বলেন, “রাতে যা ক্যাশ থাকে সব নিয়ে বাড়ি চলে যাই। দোকানে শুধু মালপত্র থাকে। আজ সকালে এসে বুঝতে পারি দোকানে চুরি হয়েছে। পরে দোকান খুলে ৫/৬ হাজার টাকা মালপত্র চুরি হয়ে গিয়েছে। এর আগেও এমন চুরির ঘটনা হয়েছিল। পুলিশকেও জানিয়েছিলাম। আবার একই ঘটনা ঘটল।”অন্য এক ব্যবসায়ী বলেন, “আমার দোকানেও চুরি হয়েছে। এভাবে চুরির ঘটনা ঘটতে থাকলে ব্যবসা চালানো মুশকিল হয়ে যাবে। এলাকার সব ব্যবসায়ী একত্রিত হয়ে যদি এটা প্রতিরোধ না করতে পারি, তাহলে একদিন সকলেই ক্ষতিগ্রস্থ হবেন।”করোনা মহামারি ও লকডাউনের শুরু হওয়ার পর থেকেই কোচবিহারে চুরি ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে। যা নিয়ে পুলিশ প্রশাসন উদ্বিগ্ন। তবে অনেক ক্ষেত্রেই ঘটনার তদন্ত করে দুষ্কৃতিদের গ্রেপ্তার করতেও সক্ষম হয়েছে পুলিশ। কিন্তু তারপরেও চুরির ঘটনা বন্ধে রাতের দিকে পুলিশি টহলদারি বাড়ানোর দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 month ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 month ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 month ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

3 months ago