জেএনএফ ওয়েব ডেস্ক :-কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার শহীদ সম্মান যাত্রায় মঞ্চ ভেঙ্গে বাঁধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আজ আলিপুরদুয়ায়র লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী জন বার্লা বিজেপির শহীদ সম্মান যাত্রায় অংশ নিতে যান। অভিযোগ কুমারগ্রাম বিধানসভা কামাখ্যাগুড়িতে বিজেপির শহীদ সম্মান যাত্রা কর্মসূচির জন্য নির্মিত অস্থায়ী মঞ্চ ভেঙ্গে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই তুফানগঞ্জ বিধানসভার শালবাড়ি ২ নম্বর অঞ্চলে বিজেপির ওই কর্মসূচিতে বাঁধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপরে নাটাবাড়ি বিধানসভার ডাউয়াগুড়ি এলাকাতেও বিজেপির ওই কর্মসূচির মঞ্চ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
এদিন ওই কর্মসূচিতে আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী তথা বিধায়িকা মালতি রাভা, বিধায়ক নিখিল রঞ্জন দে সহ বেশ কয়েকজন নেতৃত্ব।মালতি দেবী অভিযোগ করে বলেন, “তৃণমূল ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু এরাজ্যে গণতন্ত্রের ভকই অবস্থা তা আপনারা নিজে চোখেই দেখছেন। এখানে বিরোধীদের কোন রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হয় না। কিন্তু এসব করেও মানুষের জমায়েত আটকাতে পারে নি তৃণমূল। প্রত্যেকটি কর্মসূচিতে প্রচুর মানুষের ভিড় জমেছে।”কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা বলেন, “এসব করে হয়ত দুই একটা মঞ্চ ভাঙতে পারবে, কোথাও কোথাও হয়ত আমাদের কর্মসূচিকেও আটকে দিতে সফল হবে। কিন্তু যে ভাবে এখানকার মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তাতে তাঁদের মন থেকে আমাদের সরাতে পারবে না কখনও।”এদিন তুফানগঞ্জের হরিপুর চৌপথিতে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সেখানে তিনি জানান, কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বেশ কিছু কর্মসূচি নিয়েছে। এরমধ্যে গুরুত্বপূর্ণ এইমস হাসপাতাল। রাজ্য সরকারের কাছে সেই সব প্রোজেক্টের কাগজপত্র পাঠিয়ে দিয়েছে। তাঁদের সহযোগিতা পেলেই ওই কাজ শুরু হবে। কিন্তু রাজ্য সরকার সহযোগিতা না করলে তা কখনও করা সম্ভব হবে না বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…