১৫ ই আগষ্ট স্বাধীনতা দিবস । দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসকে স্বরণ করে ১৩ ই আগষ্ট শুক্রবার আগাম স্বাধীনতা দিবস উৎযাপন করল এনসিসির ৬১ নং বেঙ্গল ব্যাটলিয়নের জলপাইগুড়ি শাখা। দেশের জাতীয় পতাকা ও নেতাজী সুভাষ চন্দ্র বোস কে যথাযত মর্যাদার সাথে সম্মান জানানো হয়। শুক্রবার জলপাইগুড়ির পি ডব্লিউ ডি মোড়ে নেতাজীর পাদদেশে কোভিড স্বাস্থ্য বিধি মেনে ৬১নং বেঙ্গল ব্যাটলিয়নের জলপাইগুড়ি শাখার উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন , নেতাজীর মুর্ত্তিতে মাল্যদান , স্বাধীনতা সংগ্রামী বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি জ্বালানো হয়। এ ছাড়াও এনসিসির ছাত্রীরা নেতাজীর জীবনী পাঠ ও কবিতা আবৃত্তি করেন । কমান্ডিং অফিসার অঞ্জন সেনগুপ্ত বলেন, ১৫ ই আগষ্ট স্বাধীনতা দিবস আমরা ১৩ ই আগষ্ট আগাম উৎযাপন করছি। দেশ নায়ক সুভাষ চন্দ্র বসু ও দেশে যত স্বাধীনতা সংগ্রামী ও বীর শহিদ জাওয়ানরা ছিলেন তাদেরও শ্রদ্ধা জানানো
হয়। শুক্রবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এনসিসি ৬১ ব্যটলিয়নের জলপাইগুড়ি শাখার বিভিন্ন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন (এনসিসি) ৬১ ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার অঞ্জন সেনগুপ্ত (জলপাইগুড়ি) সুবেদার মেজার রমেশ সিং যাদব, ল্যাফটেন্ট কর্নেল রাজেশ চৌহান, সর্দার সাহেবান, পি আই স্টাফ ও এনসিসি ছাত্র ছাত্রীরা ।
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…