কোচবিহারে শিল্প উদ্যোগীদের নিয়ে বৈঠক বিজেপি বিধায়কের

জেএনএফ ওয়েব ডেস্ক :-কোচবিহার ডিসট্রিক্ট ইন্ডাস্ট্রিস এন্ড কমার্স ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে বৈঠক করলেন বিজেপি বিধায়ক তথা বিধানসভা কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস স্ট্যান্ডিং কমিটির সদস্য নিখিল রঞ্জন দে। আজ কোচবিহার শহরের একটি ওই বৈঠক হয়।ওই বৈঠকের পর সাংবাদিকদের সাথে বৈঠক শেষে জানান, তিনি ইতিমধ্যেই স্ট্যান্ডিং কমিটিতে এরাজ্যের প্রান্তিক জেলা কোচবিহারের শিল্প স্থাপন ও পরিকাঠামো গঠন নিয়ে ইতিমধ্যেই কথা হয়েছে। ১৩ আগস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠক রয়েছে। সেখানে তিনি ফের কোচবিহার প্রসঙ্গ নিয়ে আলোচনা করবেন। শুধু তাই নয়, স্ট্যান্ডিং কমিটির জেলা পরিদর্শন যাতে কোচবিহার দিয়েই শুরু হয়, সেটাও তিনি আবেদন জানাবেন।
কোচবিহারে একটি শিল্প নগরী থাকলেও সেখানে পরিকাঠামো গত অনেক সমস্যা রয়েছে। বিদ্যুতের সমস্যা তার মধ্যে একটি। এছাড়াও বেশ কিছু শিল্প গড়ে ওঠেও বন্ধ হয়ে রয়েছে। শিল্প স্থাপনে সরকারি যে ছাড় পাওয়া যায়, সে ক্ষেত্রেও নানান সমস্যা তৈরি হয়ে রয়েছে। বিমান পরিষেবা দীর্ঘ দিন থেকে বন্ধ থাকায় বাইরের শিল্প উদ্যোগীরা আসতে চাইছেন না। এসব নিয়েই এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে নিখিল বাবু জানিয়েছেন। এবং এই সব সমস্যার কথা তিনি স্ট্যান্ডিং কমিটিতে তুলে ধরবেন বলেও জানিয়েছেন।
বাম আমল থেকেই প্রান্তিক জেলা কোচবিহারে শিল্প স্থাপনের জন্য চেষ্টা করা হয়েছে।মূলত কৃষি ভিত্তিক শিল্প স্থাপনের উপড়ে জোর দেওয়া হয়েছিল। এই কারণে বাম আমলেই চকচকা শিল্প কেন্দ্রে একটি জুট পার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। এর জন্য জমি চিহ্নিত করে শিলান্যাস পর্যন্ত করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর করা হয়ে ওঠে নি। তৃণমূল সরকারের আমলেও উত্তরবঙ্গে এসে মুখ্যমন্ত্রী একাধিকবার শিল্প উদ্যোগীদের নিয়ে বৈঠক করলেও এই জেলা নতুন করে শিল্প স্থাপনের ক্ষেত্রে খুব বেশী অগ্রসর হতে পারে নি। এবার কোচবিহার জেলার ৯ বিধানসভা আসনের মধ্যে ৭ টি বিজেপির দখলে।কোচবিহার লোকসভা কেন্দ্রেও বিজেপির সাংসদ। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে নিজে বিধানসভার কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস স্ট্যান্ডিং কমিটির সদস্য। তাই কোচবিহারে নতুন করে শিল্প স্থাপনে বিজেপি জনপ্রতিনিধিরা কি ভূমিকা নিতে পারে, এটাই এখন দেখার।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago