উচ্চ মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় স্কুল শিক্ষকদের তালা বন্দি করে রেখে পথ অবরোধ ও বিক্ষোভ ভেটাগুড়ি লাল বাহাদুর শাস্ত্রী বিদ্যাপীঠের ছাত্রদের

জেএনএফ ওয়েব ডেস্ক :- উচ্চ মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় স্কুল শিক্ষকদের স্কুলের ভিতর তালা বন্দি করে রেখে পথ অবরোধ করে বিক্ষোভ ভেটাগুড়ি লাল বাহাদুর শাস্ত্রী বিদ্যাপীঠের ছাত্রদের। শুক্রবার ঘটনাটি ঘটেছে দিনহাটা-কোচবিহার মেইন রোডে ভেটাগুড়ি লাল বাহাদুর শাস্ত্রী বিদ্যাপীঠের সম্মুখে। ওই ঘটনায় দিনহাটা-কোচবিহার মেইন রোডে যান জটের সৃষ্টি হয়। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ। পরে পুলিশ বিক্ষোভরত ছাত্রদের মধ্যে থেকে ৫ জন প্রতিনিধিকে সাথে নিয়ে স্কুলের ভার প্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে আলোচনায় বসেন এবং ভার প্রাপ্ত প্রধান শিক্ষকের আশ্বাস পেয়ে ওই পথ অবরোধ তুলে নেন ছাত্ররা।
পড়ুয়াদের অভিযোগ, স্কুলের শিক্ষকেরা তাদের চেনা পরিচিত ছাত্র যারা স্কুল শিক্ষকদের কাছে টিউশন পড়ত তাদের কেই নম্বর বেশি দেওয়া হয়েছে। যে ছাত্ররা শিক্ষকদের কাছে একাদশ শ্রেণীতে পড়ত না তাদের পরীক্ষার নম্বর কম দেওয়া হয়েছে। সেই ভিত্তিতে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় তাদের নম্বর ৫০ শতাংশের কম দেওয়া হয়েছে, যেহেতু পরীক্ষা হয়নি তাই আমাদের ফলও আশানুরূপ হয়নি। পরীক্ষা হলে হয়তবা আমাদের আরও ভালো নম্বর হত। যেহেতু উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কলেজে ভর্তি বা অনার্সের বিষয় রয়েছে। আমাদের যা নম্বর তাতে অনার্স তো দুরের কথা ভালো কলেজেও ভর্তি হতে পারব না। তাই বাধ্য হয়ে আজ পথ অবরোধে নামেন ওই ছাত্ররা।
ভেটগুড়ি লাল বাহাদুর শাস্ত্রী বিদ্যাপীঠের বিক্ষোভরত ছাত্র দীপঙ্কর মোদক জানান, একাদশ শ্রেণীতে আমাদের নম্বর কম দেওয়া হয়েছিল। তাই উচ্চ মাধ্যমিকেও আমাদের কম নম্বর এসেছে। আমরা এত কম নম্বর নিয়ে কোনো কলেজে অনার্সের জন্য আবেদন করতে পারবো না। আমদের ভবিষ্যৎ কি হবে?
জানা গেছে, এদিন স্কুলের ছাত্ররা ভার প্রাপ্ত প্রধান শিক্ষক সহ আরও ২ জন শিক্ষককে একটি ঘরে তালা বন্ধ করে স্কুলের বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেন বলে জানা যায়। বিক্ষোভ শেষে দিনহাটা থানার আইসি জয়দ্বীপ মোদক ও স্কুলের কয়েকজন শিক্ষক এবং ৫ জন ছাত্র নিয়ে বৈঠক করেন।
এবিষয়ে বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক প্রাণ কৃষ্ণ বর্মণ বলেন, আমরা শিক্ষা পর্ষদের নিয়ম মেনে নিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রেজাল্ট তৈরি করে পাঠিয়ে দিয়েছি। সেই ভিত্তিতে রেজাল্ট এসেছে। বিদ্যালয়ের কিছু কিছু ছেলের মনে হয়েছে তাদের প্রাপ্ত নম্বর কাম্য নম্বরের ধারে কাছে নেই। তাই তারা বিক্ষোভ দেখিয়েছে,পথ অবরোধ করেছেন।
তিনি আরও জানান, ছাত্রদের কি সমস্যা তারা তাৎ লিখে দিক সোমবার শিলিগুড়ি যাবো সেখানে বৈঠকে তাদের অভিযোগ তুলে ধরব। কিন্তু তারা আমাদের স্কুলের ভিতর একটি কক্ষে লাইট, ফ্যান বন্ধ করে দিয়ে তালা দিয়ে আটকে রেখেছে। তারা চাচ্ছে আমরা তাঁদের রেজাল্ট সাদা খাতায় লিখে পর্ষদের কাছে পাঠাই। এটা কি ঠিক ? তা কোন ভাবেই সম্ভব নয়। যারা আন্দোলন করছে তারা লিখিত আকারে আমাদের কাছে অভিযোগ গুলি জমা দিক আমরা ওই অভিযোগ গুলো পর্ষদের কাছে তুলে ধরব।
পরে দিনহাটা থানার পুলিশ ছাত্রদের ৫ প্রতিনিধি নিয়ে এসে স্কুল শিক্ষকদের সাথে কথা এবং আলোচনা করে আশ্বস্ত করেন। তারপরেই তারা তাঁদের পথ অবরোধ তুলে নেন বলে জানা গিয়েছে।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago