টেট পাশ করলেও ইন্টারভিউ লিস্টে নাম না থাকায় ডিআই অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কোচবিহার জেলা টেট নন ইনক্লুটেড একতা মঞ্চের

জেএনএফ ওয়েব ডেস্ক :- ২০১৪ সালে টেট উত্তীর্ন হলেও ইন্টারভিউ লিস্টে নাম না থাকায় কোচবিহারে বিক্ষোভ জেলার টেট উত্তীর্ণরা। বৃহস্পতিবার দুপুরে কোচবিহার শহরের প্রাণ কেন্দ্র সাগরদিঘি স্কোয়ারে জেলা ডিআই অফিসারকে ডেপুটেসান জমা দেন টেট উত্তীর্ণদের সংগঠন টেট নন ইনক্লুটেড একতা মঞ্চ। এদিন করোনা বিধি মেনে তাঁদের পক্ষে তিনজনের একটি প্রতিনিধি দল কোচবিহার জেলা ডিআই অফিসে গিয়ে ডেপুটেশন দেন।এবং দপ্তরের বাহিরে হাতে পোস্টার, ব্যানার নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা।
তাদের অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী গত কয়েক দিন আগে ঘোষণা করেন ২০১৪ সালের টেট উত্তীর্ণদের ধাপে ধাপে দুর্গা পুজোর আগে নিয়োগ করা হবে কিন্তু সেই টেট উত্তীর্ণদের ইন্টারভিউ লিস্ট বের হলেও তাদের সেই লিস্টে নাম নেই। এই অবস্থায় আজ তারা কোচবিহার জেলা ডিআই অফিসে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের মাধ্যমে ডেপুটেসান জমা দেন।
বিক্ষোভরত টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী মাম্পি বর্মণ বলেন, আজ আমরা কোচবিহার জেলা ডিআই অফিসারকে ডেপুটেসান জমা দিলাম কোচবিহার জেলা টেট নন ইনক্লুটেড একতা মঞ্চের পক্ষ থেকে। কারন রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু দিন আগে ঘোষণা করে ছিলেন ২০১৪ সালের ২০ হাজার টেট পাস ক্যান্ডিডেট রয়েছে। তাদের মধ্যে ১৬ হাজার ৫০০ টেট পাস দের পুজোর আগে ধাপে ধাপে নিয়োগ করা হবে এবং পরবর্তীতে ক্যান্ডিডেটদের ধাপে ধাপে নিয়োগ করা হবে কিন্তু দিদির প্রতিশ্রুতি মত নিয়োগ হলেও বহু সংখ্যক প্রার্থী এখনও নন ইনক্লুটেড হয়ে আছেন। তারা মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন যাতে এই সব নন ইনক্লুটেড প্রার্থীদের পুজোর আগে নিয়োগ করে এই বেকারত্তের জ্বালা থেকে মুক্তি দেন।
তিনি আরও বলেন, কোচবিহার জেলায় এই নন ইনক্লুটেড প্রার্থীদের সংখ্যা প্রায় ৩০০–র মত। তাদের অবিলম্বে এবং সম্পূর্ণ স্বচ্ছতার সাথে পুজোর আগে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার আবেদন রাখি সরকারের কাছে।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago