জেএনএফ ওয়েব ডেস্ক :-:আসাম-বাংলা সীমান্তের গোঁসাইগাঁও-এ অসম রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক সারলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। শুক্রবার সকাল দশটা নাগাদ, সিকিম থেকে সড়কপথে, আসাম- বাংলা সীমান্তের পাকৃগুরি শ্রীরামপুর, হয়ে অসমের গোঁসাইগাঁও জেলায় পৌঁছায় সিকিম এর মুখ্যমন্ত্রী।
এদিন, সকাল থেকেই নিরাপত্তা-ব্যবস্থা সুনিশ্চিত করতে, আসাম- বাংলা ৩১ নং জাতীয় সড়কে ধারে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বেঙ্গল পুলিশ এর প্রশাসনিক আধিকারিকদের। সিকিমের মুখ্যমন্ত্রী কে সম্মান ও সম্বর্ধনা জানায় “অসম” প্রশাসন।
মূলত, জানা যায় গত কয়েকদিন আগেই “আসাম রাজ্য থেকে সিকিম- বাংলা সীমান্তে, সিকিমে চোরাই পথে প্রবেশ করতে গিয়ে, পাচারকারী সহ ৪২ জন শিশু আটক করে “সিকিম” পুলিশ প্রশাসন। “সিকিম” পুলিশের দেওয়া সেই শিশু পাচারকারীর সূত্র ধরে “অসম” এর চিরাং থেকে আরো দুজন মূল পাচারকারীর পান্ডাকে গ্রেপ্তার করে “অসম” পুলিশ।
এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসম পুলিশের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেন, অসম পুলিশকে পাচারকারীর তথ্য দেওয়ার পাশাপাশি ৪২ জন শিশুকে তারা সুরক্ষিত অবস্থায় “আসাম” প্রশাসনের হাতে তুলে দিয়েছেন। তাদের পরিবারের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য।
এর পাশাপাশি, মুখ্যমন্ত্রী আরও জানান, তাদের সরকার গঠনের পরেই, “সিকিম বিধানসভায়” তাড়া একটি বিল পাস করেছেন যার দরুন, তাদের রাজ্যে কারো বাড়িতে ,অথবা ফ্যাক্টরিতে কাজের জন্য কোন কর্মচারী নিয়োগ করতে হলে তার নাম এবং ঠিকানা সহ তার নিকটবর্তী থানায় রেজিস্টার করাতে হবে।
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…