জেএনএফ ওয়েব ডেস্ক : পাহাড়ে আসা পর্যটকদের ক্ষেত্রে দুটি দুটি ডোজ টিকা অথবা করণা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক । তাই পাহাড়ে উঠার আগে বিভিন্ন জায়গায় পুলিশের নাকা অভিযানের মাধ্যমে পুলিশকর্মীরা সমস্ত বিষয় খতিয়ে দেখছে। একইসাথে পাহাড়ে পাহাড়ে আসা পর্যটকরা স্বাস্থ্যবিধি না মানায় পুলিশের তরফে চলছে গ্রেফতার।করোনার দ্বিতীয় ঢেউ এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশবাসী । বিশেষজ্ঞদের মতে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে। আর তাই পাহাড় থেকে সমতলে আগেভাগেই সতর্ক জেলা প্রশাসন । প্রতিনিয়ত জেলাজুড়ে চলছে নাকা তল্লাশী। করোনা রুখতে সরকার নিয়ম করেছেন দুটো টিকা কিংবা নেগেটিভ শংসাপত্র না থাকলে কেউ পাহাড়ে ঢুকতে পারবেনা।তবে যারা পাহাড়ে পৌঁছাতে পারছে তারা পাহাড়ের রোমাঞ্চকর আবহাওয়া পেয়ে স্বাস্থ্যবিধি ভেঙে দিব্যি ঘুরে বেড়াচ্ছে আর তাই এবার করোনা বিধি ভাঙলে ছাড় পাচ্ছেননা পর্যটকরাও। গ্রেপ্তার করা হচ্ছে পাহাড়ে আসা পর্যটকদের। ইতিমধ্যেই বেশ কিছু পর্যটককে বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী গ্রেফতার করা হয়। এছাড়া প্রতিদিনই সাধারণ মানুষকেও গ্রেফতার করা হচ্ছে। পাহাড় থেকে সমতল সব জায়গায় একই দৃশ্য। এর ফলে ঘুরতে এসে বেশ বিপাকে পড়েছেন পর্যটকরা। শনিবার থেকেই পর্যটকদের ধরপাকড় শুরু করে দিয়েছে দার্জিলিং জেলা পুলিশ। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়।এদিন দার্জিলিংয়ের পুলিশ সুপার সন্তোষ নিমবালকার বলেন, দার্জিলিং জেলার পুলিশ সতর্ক রয়েছে। পর্যটক সহ এখনও অবধি ২৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রোহিনী,শিমুলবাড়িতে নাকা তল্লাশী চলছে। সেখানে পর্যটকদের তথ্য যাচাই করা হচ্ছে। তারা করোনা বিধি মেনে ঘুরতে এসেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গোটা পাহাড়ে আমাদের পুলিশ আধিকারিকরা ঘুরে বেড়াচ্ছেন প্রয়োজনে পর্যটকদের জিজ্ঞাসাবাদ করছেন। করোনা রুখতে আমাদের এই অভিযান চলতে থাকবে।অন্যদিকে রবিবার গোটা জেলার বিভিন্ন জায়গায় পুলিশের তরফে নাকা তল্লাশি চালানোর পাশাপাশি যে সমস্ত হোটেলগুলোতে পর্যটক রয়েছে সেখানে হোটেল কর্তৃপক্ষ সরকারি নির্দেশ মেনে ভ্যাকসিন এর সার্টিফিকেট কিংবা নেগেটিভ রিপোর্ট নিয়েছে কিনা তা খতিয়ে দেখে পুলিশকর্মীরা।
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…