চোপড়ার গুলিকান্ডে পুলিশের বিরুদ্ধে টায়ার জ্বালিয়ে  বিক্ষোভ!

জেএনএফ ওয়েব ডেস্কঃ- মাটিকুন্ডা-২ গ্রাম পঞ্চায়েতের ঝলঝলি এলাকায় পুলিশি হানায় মহিলাদের মারধর ও গুলি চালনার অভিযোগে মাটিকুন্ডা বাজারে টায়ার জ্বালিয়ে তৃনমুলী বাসিন্দাদের অবরোধ বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাটিকুন্ডা-১ গ্রাম পঞ্চায়েতের মাটিকুন্ডা বাজার কার্যত বন্ধের চেহারা নেয়। ঝলঝলি এলাকার জখম মহিলারাও অবরোধ বিক্ষোভে অংশ নেয়। ঝলঝলি গ্রামের বেশকিছু বাড়িতে ভাঙচুর, মহিলাদের মারধর ও গুলি চালনার অভিযোগে ইসলামপুর থানার আইসি’র পদত্যাগ দাবী করে বিক্ষোভ দেখায় তৃনমুলী বাসিন্দারা। অবরোধ বিক্ষোভের জেরে মাটিকুন্ডা বাজারের দুটি দোকানে বাসিন্দারা ভাঙচুর চালায়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ও দোকানের ভাঙা কাঁচ ছোড়ায় পুলিশ বাহিনীকে ঘটনাস্থল থেকে সরে যেতে দেখা যায়। দীর্ঘক্ষণ এভাবে তুলকালাম চলার পর বিক্ষোভকারীরা নিজেরাই পথ অবরোধ তুলে নেয়। বিক্ষোভকারী মুজফফর হুসেন বলেন, গ্রামে ঢুকে কোনও কারন ছাড়াই পুলিশ ভাঙচুর করেছে, মহিলাদের মারধর করেছে, গুলি চালিয়েছে এই আইসি’র সাসপেন্ড চাই। মাটিকুন্ডা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃনমুলের মেহেবুব আলম বলেন, আগডিমটি খন্তি গ্রাম পঞ্চায়েতে চা বাগানের দখলকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে একজনের গুলি লেগেছে। সেই ঘটনার জেরে কি না বলতে পারব না। ইসলামপুর থানার আইসি পুলিশ নিয়ে ঝলঝলি গ্রামে ঢুকে বাড়িঘর ভাঙচুর মহিলাদের মারধর এমনকি গুলিও চালিয়েছে। কি কারন জানি না। এই আইসি আগডিমটি খন্তি, মাটিকুন্ডা-১ ও ২ এই তিনটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে অশান্তি করে রেখেছে। তাই ঘটনার বিচার চাই এবং এই আইসি’র সাসপেন্ড চাই।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago